TRENDING:

Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান

Last Updated:

নতুন বউকে নিয়ে প্রবল চেঁচামিচি করছেন৷ দুই স্ত্রী নতুন বউকে দেখে হাতে চপ্পল তুলে নিচ্ছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইউটিউবার আরমান মলিক খুবই ট্রোলের শিকার হয়েছিলেন যখন তিনি নিজের দুই স্ত্রী -র একসঙ্গে প্রেগন্যান্ট হওয়ার খবর দিয়েছিলেন৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছিলেন৷ এখন তাঁর একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে আরমানের দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক রয়েছেন তারপরেও তিনি তৃতীয় বিয়ে করে ফেলেছেন৷ ভিডিওতে পায়েল ও কৃতিকা তাঁর নতুন বউ বরসতীকে দেখা যাচ্ছে৷
Youtuber Armaan Malik
Youtuber Armaan Malik
advertisement

স্ত্রীদের হাতে চপ্পল

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার দেখা গেছে দুই স্ত্রী প্রেগন্যান্সির মধ্যে তৃতীয় বিয়ে করে ফেলেছেন৷ আরমান মালিক তৃতীয় বউয়ের নাম লক্ষ্য৷ এই ভিডিও নিজেই আরমান নিজের চ্যানেলে শেয়ার করেছেন৷ এখন এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ নতুন বউকে নিয়ে প্রবল চেঁচামিচি করছেন৷ দুই স্ত্রী নতুন বউকে দেখে হাতে চপ্পল তুলে নিচ্ছেন৷

advertisement

পায়েল ও কৃতিকা ইভনিং ওয়াক করে বাড়ি ফেরে, তখনই বাড়িতে আরামে বসে কথা বলছিলেন৷ তখনই দরজায় বেল বাজে৷ আরমান নিজের তৃতীয় স্ত্রী -র হাতে বরমালা নিয়ে ঘরে ঢুকে যান৷ দরজা খোলার পরেই তামাশা শুরু হয়ে যায়৷ কৃতিকা কাঁদতে শুরু করে দেন৷ পায়েল আরমানকে বকতে শুরু করেন৷ দুই পত্নী মিলে তৃতীয় বউকে ঘর থেকে বার করে দিতে শুরু করে৷

advertisement

তৃতীয় বিয়ের সত্যি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরমান ভিডিওতে জানিয়ে দেন যে এই ভিডিও একটি ফেক ভিডিও৷  তাঁর দর্শকদের চাহিদায় এই ভিডিও বানিয়েছেন তিনি৷ এই ঘরে ক্যামেরা লাগানো ছিল যেখানে তাঁর স্ত্রীদের রিঅ্যাকশন ধরা পরে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল