TRENDING:

Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান

Last Updated:

নতুন বউকে নিয়ে প্রবল চেঁচামিচি করছেন৷ দুই স্ত্রী নতুন বউকে দেখে হাতে চপ্পল তুলে নিচ্ছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইউটিউবার আরমান মলিক খুবই ট্রোলের শিকার হয়েছিলেন যখন তিনি নিজের দুই স্ত্রী -র একসঙ্গে প্রেগন্যান্ট হওয়ার খবর দিয়েছিলেন৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছিলেন৷ এখন তাঁর একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে আরমানের দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিক রয়েছেন তারপরেও তিনি তৃতীয় বিয়ে করে ফেলেছেন৷ ভিডিওতে পায়েল ও কৃতিকা তাঁর নতুন বউ বরসতীকে দেখা যাচ্ছে৷
Youtuber Armaan Malik
Youtuber Armaan Malik
advertisement

স্ত্রীদের হাতে চপ্পল

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার দেখা গেছে দুই স্ত্রী প্রেগন্যান্সির মধ্যে তৃতীয় বিয়ে করে ফেলেছেন৷ আরমান মালিক তৃতীয় বউয়ের নাম লক্ষ্য৷ এই ভিডিও নিজেই আরমান নিজের চ্যানেলে শেয়ার করেছেন৷ এখন এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ নতুন বউকে নিয়ে প্রবল চেঁচামিচি করছেন৷ দুই স্ত্রী নতুন বউকে দেখে হাতে চপ্পল তুলে নিচ্ছেন৷

advertisement

পায়েল ও কৃতিকা ইভনিং ওয়াক করে বাড়ি ফেরে, তখনই বাড়িতে আরামে বসে কথা বলছিলেন৷ তখনই দরজায় বেল বাজে৷ আরমান নিজের তৃতীয় স্ত্রী -র হাতে বরমালা নিয়ে ঘরে ঢুকে যান৷ দরজা খোলার পরেই তামাশা শুরু হয়ে যায়৷ কৃতিকা কাঁদতে শুরু করে দেন৷ পায়েল আরমানকে বকতে শুরু করেন৷ দুই পত্নী মিলে তৃতীয় বউকে ঘর থেকে বার করে দিতে শুরু করে৷

advertisement

তৃতীয় বিয়ের সত্যি

আরমান ভিডিওতে জানিয়ে দেন যে এই ভিডিও একটি ফেক ভিডিও৷  তাঁর দর্শকদের চাহিদায় এই ভিডিও বানিয়েছেন তিনি৷ এই ঘরে ক্যামেরা লাগানো ছিল যেখানে তাঁর স্ত্রীদের রিঅ্যাকশন ধরা পরে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল