সূত্র থেকে জানা গেছে, অ্যানিউরিজম-এর কারণে শনিবার মৃত্যু হয়েছে জো-এর৷ কী এই অ্যানিউরিজম? রক্তনালীর বাইরের অংশের ফুলে ওঠাকেই বলা হয় অ্যানিউরিজম৷ যেটা রক্তনালীর প্রাচীরের দুর্বলতার কারণে সৃষ্ট হয়৷ বংশগত কারণে কিংবা কোনও রোগের থেকে এই সমস্যা দেখা দিতে পারে৷ এই সমস্যার জেরেই মৃত্যু হয়েছে জোয়েস্থেটিক্সের৷ জো লিন্ডনারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তার অনুগামীরা৷
advertisement
আরও পড়ুন-বিগ বসের ঘরে প্রকাশ্যে চুম্বন! এসব হচ্ছেটা কী? রেগে আগুন হয়ে শো ছাড়ছেন সলমন, দিলেন ইঙ্গিত
আরও পড়ুন-দ্বিতীয়বার বাবা হতে চলেছেন অনীক ধর, স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে বললেন ‘হাম দো হামারে দো’
ইউটিউবেও খুবই জনপ্রিয় ছিলেন জো৷ নিজের শরীরচর্চার রেজিম এবং শরীর সংক্রান্ত নানা বিষয় নিয়ে পোস্ট করতেন জো৷ থাইল্যান্ডে থাকাকালীন বডি বিল্ডার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন৷ বেশ কিছুদিন ধরেই ঘাড়ের যন্ত্রণায় ভুগছিলেন জো, তেমনটাই জানিয়েছিলেন জো-এর বান্ধবী নিচা৷ জো-এর ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি এবং অনুগামীর সংখ্যা ৮ মিলিয়নের বেশি৷ এত কম বয়সে এইভাবে অকালে জো-এর চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুগামীরা৷