advertisement
গত ২৮ অক্টোবর দুর্ঘটনাটি ঘটে। রাত ১০টা নাগাদ। সিসিটিভি-কে ঘটনাটি ধরা পড়েছে। ব্যস্ত রাস্তায় লেন পরিবর্তন করতে গিয়ে আরও একটি বাইকের ধাক্কায় পরিচালকের বাইকে খানিক দূরে ছিটকে পড়ে যায়।
আরও পড়ুন: ওটিটি-তে জওয়ান! কর্মকর্তাকে হুমকি দিলেন শাহরুখ, জন্মদিনে এ কী ঘটালেন বাদশা!
পুলিশ জানিয়েছে, যখন পিয়ূষকে খুঁজে পাওয়া গিয়েছিল, তিনি তখন রক্তে ভেসে যাচ্ছিলেন। তারাই পরিচালককে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীন হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পিয়ূষ।
পিয়ূষের এক বন্ধুর দাবি, যদি পথচারীদের সাহায্য পাওয়া যেত, তাহলে তাঁকে প্রাণে বাঁচানো যেত। তাঁর কথায় জানা যায়, ২০ মিনিট ধরে ওখানেই পড়ে ছিলেন পিয়ূষ। তাঁর কাছে লোকেরা ছবি-ভিডিও তুলে যাচ্ছিলেন, কিন্তু কোনওভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা মনে হয়নি কারও। এমনকি রক্তাক্ত পরিচালকের কাছে যা দামি জিনিস ছিল সেগুলি চুরি করে নিয়ে গিয়েছে তারা। ফোন চোর বারবার পিয়ূষের মা-বাবার ফোন পেয়ে কেটে দিতে থাকে।