TRENDING:

সম্পর্কের ফাটল কাটিয়ে ফের একসঙ্গে নুসরত-মিমি! সুখবর দিলেন যশ

Last Updated:

Mimi - Nusrat - Yash : শোনা গিয়েছিল যশের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব বেড়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইন্ডাস্ট্রির ভিতরে-বাইরে সকলেই জানেন মিমি (Mimi Chakraborty) -নুসরতের (Nusrat Jahan) বন্ধুত্বের কথা ৷ দু’জনেই টলিউডের প্রথম সারির নায়িকা ৷ মিমি-নুসরতের দোস্তি এতটাই গাঢ় যে তাঁরা একে অপরকে ডাকেন 'বনুয়া' বলে ৷ সাধারণত ইন্ডাস্ট্রির ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমে নায়িকাদের মধ্যে এ হেন গাঢ় বন্ধুত্ব প্রায় দেখা যায় না বললেই চলে ।
advertisement

চুলোচুলি, ক্যাট ফাইট আর স্বার্থপরতা, বিনোদন দুনিয়ায় একেবারে জলভাত । কিন্তু তার মধ্যে থেকেও অন্যরকম সম্পর্ক বজায় রাখতেন মিমি-নুসরত । একসঙ্গে সময় কাটানো, পার্টি, হ্যাং আউট, ভোট.... সবেতেই তাঁরা ছিলেন হাত ধরাধরি করে । কিন্তু হঠাৎই সেই সম্পর্কে যেন ফাটল নজরে পড়ছে । শোনা গিয়েছিল যশের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার পর থেকেই নাকি দুই বান্ধবীর মধ্যে দূরত্ব বেড়েছিল।

advertisement

আরও পড়ুন : বিয়ের দিন আয়নায় নিজেকে চিনতে পারবেন না, আরে এ তো শুভশ্রী! কী করে হবে এই কামাল? উপায় আপনার হাতেই

তবে সেইসব সম্পর্কের ফাটল এখন অতীত। সম্প্রতি যশের ইন্টাগ্রাম স্টোরির ছবি একেবারেই সেইকথা বলছে। একে অপরের গলা জড়িয়ে রয়েছেন তাঁরা। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের মেয়ের জন্মদিনে ফের চেনা ছন্দে দেখা গেল মিমি-নুসরতকে। জন্মদিনের অনুষ্ঠানে তোলা ওই ছবি শেয়ার করে ইনস্টা স্টোরিতে যশ লেখেন, ‘দিজ় বন্ড’। অর্থাৎ পুরনো বন্ধুত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে সেই ছবি। এবং সেই সুসংবাদ দিচ্ছেন যশ নিজেই।

advertisement

আরও পড়ুন : লোকাল ট্রেনে নাবালিকা অভিনেত্রীকে যৌন হেনস্থা! অভিযুক্তের জেল তিন বছরের জন্য

প্রসঙ্গত, নুসরত যখন অন্তঃসত্ত্বা, তখন একাধিক বার রান্না করা খাবার পাঠিয়েছিলেন মিমি। নুসরতের একরত্তি ঈশানের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সম্পর্কের ফাটল কাটিয়ে ফের একসঙ্গে নুসরত-মিমি! সুখবর দিলেন যশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল