আরও পড়ুন: সবুজ মনোকিনিতে পুলসাইড ফটোসেশনে ঝড় তুললেন রুবিনা দিলায়েক, দেখুন ছবিতে...
ফারিয়া (Nusraat Faria) ওপার বাংলার পরিচিত মুখ। কাজ করেছেন এপার বাংলার ছবিতেও। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘আশিকী’ তে প্রথম দেখা যায় নুসরত ফারিয়াকে। ‘বিবাহ অভিযান’ ছবিতেও দর্শকদের ভাল লাগে নুসরতকে। তবে এই ছবিতে ফারিয়া মিষ্টি নায়িকা নন, রাফ অ্যাণ্ড টাফ (Nusraat Faria)। অফস্ক্রিন নুসরতও অনেকটা এরকম। পরিচালকও অনেকদিন থেকেই চাইছিলেন নুসরতকে নিয়ে কাজ করতে। যশের লুক নিয়েও এক্সপেরিমেন্ট করেছেন অংশুমান 9Anshuman Pratyush)। মুম্বইয়ের রকস্টার রণবীর বা ফারহানের থেকে একদম আলাদা লুকে দেখা যাবে যশকে। এই লুকে তাঁকে আগে দেখা যায়নি, দাবি পরিচালকের।
advertisement
আরও পড়ুন: অভিষেকেই 'মহারাজা'! এবার বলিউডে পা রাখছেন আমির খানের ছেলে জুনেইদ
ছবির জন্য মন দিয়ে গিটার বাজানো শিখেছেন যশ (Yash)। রপ্ত করেছেন রকস্টারদের আদবকায়দা। সঙ্গে রয়েছে ফারিয়ার সঙ্গে রোম্যান্টিক মুহূর্তও। গোঁড়া পরিবারের ছেলে গান গেয়ে বিখ্যাত হতে চায়। হাতে গিটার, লম্বা ঝাঁকড়া চুলের ছেলের রকস্টার লুক না পসন্দ বাবার। বাধ সাধেন তিনি। ছেলেও নাছোড়বান্দা। তাঁর স্বপ্নের পথ ছাড়বে না সে। শুরু হয় সমস্যা। এই গল্প বেশ চেনা। এই ধরনের গল্প নিয়ে আগেও অনেক ছবি হয়েছে। অংশুমান প্রত্যুষের ‘রকস্টার’ও কি সেই পথের পথিক? ছবির গল্প কিন্তু তা বলছে না। চেনা গল্পের মধ্যেই রয়েছে অচেনা মোড়ক। তা সেই মোড়কে কী আছে?
সাধারণ মুখ থেকে রকস্টার হয়ে ওঠার স্ট্রাগল নিয়েই এই ছবির কাহিনি। সম্ভ্রান্ত পরিবারের ছেলে বাবার অনুমতি ছাড়াই তার লক্ষের পথে চলতে শুরু করে। এই কাজে পাশে পায় তার মাকে। এভাবে চললে হয়তো এই ছবিকে মিউজিক্যাল মুভি বলা যেতে পারত, কিন্তু গল্পের ট্যুইস্ট এখানেই। রকস্টার হয়ে ওঠার পথে অন্ধকার জগতের রাস্তায় পা বাড়ান নায়ক। একটি খুনের ঘটনার সাক্ষী ছোট বাচ্চাকে বাঁচাতে জ্যামির লড়াই শুরু হয় অন্ধকার জগতের সঙ্গে। সেদিক থেকে ‘রকস্টার’-কে মিউজিক্যাল থ্রিলার বলা যেতে পারে। টালিগঞ্জের নতুন জুটি জ্যামি-তৃষা দর্শকের কাছে কতটা প্রিয় হয়ে উঠতে পারেন ছবি মুক্তির পর তা স্পষ্ট হবে। রকস্টারের জীবন নিয়ে ছবি, তাই গানের প্রাধান্য রয়েছে। গানের দায়িত্বে প্রতীক কুণ্ডু ও অমিত-ঈশান। প্রয়োজনায় শাপলা মিডিয়া ইন্টারন্যাশানাল।
Syamasri Saha