আপাতত পুজোর কয়েকটা দিন শ্যুটিং সেট থেকে ছুটি নিয়ে শিমুলতলা ঘুরতে গিয়েছেন এই মেগার তিন অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক মুখোপাধ্যায়, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস। তবে তিন মূর্তি নন, চার মূর্তির ভ্রমণের ছবি প্রকাশ্যে আসছে। ওই তিন সহকর্মীর সঙ্গে রয়েছেন আরও এক নারী, পূজা কয়াল।
আরও পড়ুন: গৌরবের পর ক্রিকেটারের সঙ্গেও বিচ্ছেদ শ্রীমার? ইনস্টাগ্রামে আনফলো করলেন কনিষ্ককে!
advertisement
আরও পড়ুন: বয়স বোঝার উপায় নেই! জন্মদিনে অসাধারণ সাজে ধরা দিলেন পাওলি দাম!
বিভিন্ন রিল এবং ছবি দেখে ভক্তমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পূজা কার বন্ধু? কার বিশেষ বন্ধু? অথবা কার প্রেমিকা? পূজার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে, একটি প্রেমের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'মিস্টার মুখার্জি'। ভিডিওতে দেখা যাচ্ছে, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার একে অপরকে আদর করছেন। তবে কে এই 'মিস্টার মুখার্জি'? ঋত্বিক নন তো?
নিউজ18 বাংলা ডট কমের তরফে যোগাযোগ করা হল 'টুকাইবাবু'কে। তাঁকে প্রেম জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''প্রেম তো করি। গাছের সঙ্গে প্রেম করি, আকাশের সঙ্গে প্রেম করি, মানুষের সঙ্গে প্রেম করি।'' তবে এই হেঁয়ালির পরেই পূজার কথা জিজ্ঞাসা করতে তিনি জানালেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, যা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন তিনি। ঋত্বিকের কথায়, ''পূজাকে নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। কেউ ভাবছে, আমি আর পূজা প্রেম করি, কেউ আবার ভাবছে, বিশ্বাবসু আর পূজা প্রেম করে। আমাদের গাড়ির রিল ভিডিওয়ে বিশ্বাবসু আর পূজাকে পাশাপাশি বসতে দেখে নানা প্রশ্ন উঠেছে। তাই এ সব নিয়ে আর ভাবি না। আসলে পূজা আমাদের তিন জনেরই ভাল বন্ধু। তাই এই চার জনে বেড়াতে আসা।''
ঋত্বিক কি প্রেম করেন? তাঁর জবাবে সেই প্রশ্নের স্পষ্ট কোনও উত্তর মেলেনি। তাই ধোঁয়াশা এখনও বিদ্যমান। আর 'পূজা কার প্রেমিকা, ঋত্বিক না বিশ্বাবসু?' ভক্তদের এই প্রশ্নের উত্তরে এখনও ঋত্বিকের পাল্লাই ভারী। অন্তত পূজার সোশ্যাল মিডিয়া তেমনই ইঙ্গিত দিচ্ছে।
তবে গুঞ্জন, গুজব, রটনা পেরিয়ে এ কথা স্পষ্ট, চারজনে মিলে শিমুলতলায় বড়ই আনন্দে সময় কাটাচ্ছেন। ধারারার জলে স্নান করে, লাট্টু পাহাড়ের মাথায় উঠে, পরিত্যক্ত রাজবাড়ি ঘুরে, পুরনো আমলের হাওয়া বদলের বাড়িতে রাত কাটিয়ে মন ফুরফুরে চার জনেরই। আগামিকাল, অর্থাৎ দশমীতে মাইথনে এক রাত কাটিয়ে পর দিন কলকাতা ফিরবেন তাঁরা।