গৌরবের পর ক্রিকেটারের সঙ্গেও বিচ্ছেদ শ্রীমার? ইনস্টাগ্রামে আনফলো করলেন কনিষ্ককে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
গৌরবের সঙ্গে প্রেম ভাঙার পরে নাকি বাংলার ক্রিকেটার কনিষ্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল 'গাঁটছড়া'র 'দ্যুতি'র। গত ফেব্রুয়ারিতে শ্রীমার জন্মদিনের কয়েকটি ছবিতে কনিষ্ক-শ্রীমাকে একসঙ্গে দেখা যায়।
#কলকাতা: ক্রিকেট ও বিনোদন জগতের প্রেম অতি প্রাচীন প্রথা। বলিউড তো একাধিক উদাহরণে ভরপুর। বাংলাতেও তাঁর ছোঁয়া রয়েছে। টলিউডে তার অন্যতম উদাহরণ তৈরি করেছিলেন শ্রীমা ভট্টাচার্য এবং কনিষ্ক শেঠ। প্রেমের কথা স্বীকার না করলেও টলিপাড়ায় এই কানাঘুষো চলেছে চলতি বছরের শুরুর দিকে।
টলিনায়ক গৌরব রায়চৌধুরীর সঙ্গে প্রেম ভাঙার পরে নাকি বাংলার ক্রিকেটার কনিষ্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল 'গাঁটছড়া'র 'দ্যুতি'র। গত ফেব্রুয়ারি মাসে শ্রীমার জন্মদিনের কয়েকটি ছবিতে কনিষ্ক-শ্রীমাকে একসঙ্গে দেখা যায়। তা ছাড়াও বেড়াতে যাওয়ার ছবি ছিল।
advertisement
advertisement
তার পর থেকেই গুঞ্জন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন নায়িকা। যদিও শ্রীমা জানিয়েছিলেন, তাঁরা খুব ভাল বন্ধু। প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে।
হঠাৎই ছন্দপতন। শ্রীমা এবং কনিষ্ক একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলেন। জন্মদিনের ছবিগুলি ছাড়া অন্যান্য ছবিও আর নেই তাঁদের সোশ্যাল মিডিয়ায়। কনিষ্ক-শ্রীমার ছবিগুলি মুছে যাওয়ার ফলে আরওই সন্দেহ দানা বেঁধেছে।
advertisement
তবে বিশেষ বন্ধুত্ব টিকল না? পুজোর মরশুমে আবারও সম্পর্ক ভাঙল শ্রীমার?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 7:26 PM IST