Richa Chadha And Ali Fazal Wedding: প্রাক বিবাহ অনুষ্ঠানও ছিল দেখার মতো, এবার রিচা-আলির বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে ভক্তরা

Last Updated:
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্য দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান। তারপরই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে গাটছড়া বাঁধবেন রিচা চাড্ডা ও আলি ফজল।
1/12
বিয়ের বন্ধনে বলিউডের নায়িকা রিচা চাড্ডা ও নায়ক আলি ফজল। দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা।
বিয়ের বন্ধনে বলিউডের নায়িকা রিচা চাড্ডা ও নায়ক আলি ফজল। দীর্ঘ দিন প্রেমপর্ব চালিয়ে এবার এক সঙ্গে সংসার করবেন তাঁরা।
advertisement
2/12
ফুকরে ছবি থেকেই প্রথম ভাল লাগা ও প্রেমপর্বের শুরু রিচা ও আলির।
ফুকরে ছবি থেকেই প্রথম ভাল লাগা ও প্রেমপর্বের শুরু রিচা ও আলির।
advertisement
3/12
আরও ২ বছর আগেই বিয়ে করতেন তাঁরা। করোনাই পিছিয়ে দেয় সবটা৷
আরও ২ বছর আগেই বিয়ে করতেন তাঁরা। করোনাই পিছিয়ে দেয় সবটা৷
advertisement
4/12
দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই বিয়ের একাধিক অনুষ্ঠান করেন আলি ফজল ও রিচা চাড্ডা।
দিল্লি ও মুম্বই দুই জায়গাতেই বিয়ের একাধিক অনুষ্ঠান করেন আলি ফজল ও রিচা চাড্ডা।
advertisement
5/12
সবটাই ছিল যেন স্বপ্নের মতো সুন্দর৷ এক দীর্ঘ অপেক্ষার অবসান৷
সবটাই ছিল যেন স্বপ্নের মতো সুন্দর৷ এক দীর্ঘ অপেক্ষার অবসান৷
advertisement
6/12
এই ছবিটি তাঁদের হলদি ও মেহেন্দি অনুষ্ঠানের৷
এই ছবিটি তাঁদের হলদি ও মেহেন্দি অনুষ্ঠানের৷
advertisement
7/12
গাঁদা ফুলের কুঁচিতে রিচা হয়ে উঠেছিলেন আরও সুন্দর৷
গাঁদা ফুলের কুঁচিতে রিচা হয়ে উঠেছিলেন আরও সুন্দর৷
advertisement
8/12
গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল আলি ফজল৷
গোলাপের পাপড়ির মতো উজ্জ্বল আলি ফজল৷
advertisement
9/12
প্রাণ ভরে নাচলেন জুটিতে৷ তাঁদের দু'জনের নামের মিশ্রণ তৈরি হয়েছে 'রিআলি'। রিচাও সেই নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন।
প্রাণ ভরে নাচলেন জুটিতে৷ তাঁদের দু'জনের নামের মিশ্রণ তৈরি হয়েছে 'রিআলি'। রিচাও সেই নাম হ্যাশট্যাগে ব্যবহার করেছেন।
advertisement
10/12
গোল্ডেন শাড়িতে রিচা আর মানানসই শেরওয়ালিতে আলিকে দেখে ভক্তরা আপ্লুত৷
গোল্ডেন শাড়িতে রিচা আর মানানসই শেরওয়ালিতে আলিকে দেখে ভক্তরা আপ্লুত৷
advertisement
11/12
শুক্রবার ছিল মেহন্দি। শনিবার হল সঙ্গীত। ৬ অক্টোবর বিয়ে করবেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
শুক্রবার ছিল মেহন্দি। শনিবার হল সঙ্গীত। ৬ অক্টোবর বিয়ে করবেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
advertisement
12/12
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্য দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। তারপরই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে গাটছড়া বাঁধবেন রিচা চাড্ডা ও আলি ফজল।
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্য দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান হতে চলেছে। তারপরই মুম্বইয়ের পাঁচতারা হোটেলে গাটছড়া বাঁধবেন রিচা চাড্ডা ও আলি ফজল।
advertisement
advertisement
advertisement