TRENDING:

Subhankar Chatterjee Allegation: রাত দু’টোয় ২৪ বার ভিডিও কল! রিয়েলিটি শো পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার

Last Updated:

Subhankar Chatterjee Allegation: পরে ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন অভিযোগকারী মহিলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একাধিক জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এর পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন এক মহিলা৷ ফেসবুকে দীর্ঘ পোস্ট দিলেন তিনি৷ শ্রেয়সী চক্রবর্তী নামে ওই মহিলার অভিযোগ পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁকে গভীর রাতে একের পর এক ভিডিওকল করেছেন৷
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ছবি ফেসবুক থেকে প্রাপ্ত
advertisement

কী লিখেছেন তিনি ফেসবুকে, ‘আমার প্রোফাইলে মিরাক্কেলের ডিরেক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায় আছেন৷ ওঁর সঙ্গে আমার কোনও পূর্ব পরিচিতি নেই, কোনও ওয়ার্ক পারপাস নেই৷ তাও তিনি গতকাল রাত ২.১৭ থেকে ৩টে পর্যন্ত ২৪ বার ভিডিও কল করেছেন৷ আমি এত রাতে ভিডিও কল ধরব না বলা সত্ত্বেও উনি ভিডিও কল করেই যান৷ একবার বিরক্ত হয়ে নিজের ফ্রন্ট ক্যামেরা অফ করেই ভিডিও কলটা অ্যাকসেপ্ট করি, উনি তখন আকণ্ঠ মদ খেয়ে কোনও কথা বলতেও পারছিলেন না৷’

advertisement

এর পরে তাঁর অভিযোগ, ‘এক্ষেত্রে ওঁকে আমার দু’টো প্রশ্ন, রাত তিনটের সময় মেয়েদের ভিডিও করল করে ডিস্টার্ব করার ইচ্ছে ওঁর না ওঁর এটা পারিবারিক শিক্ষার প্রতিফলন? দুই -- উনি একটু নাম করেছেন বলে উনি আমায় এত রাতে কন্টিনিউয়াসলি ২৪ বার কল করার মতো অসভ্য আচরণ কেন করলেন৷’’

advertisement

পরে ডিলিট করে দেওয়া হয়েছে এই পোস্ট

শেষে শ্রেয়সীর মন্তব্য, ‘ওঁকে ট্যাগ করলাম, আর একটা সাজেশন দিলাম, এ বার থেকে প্রচুর মদ খেয়ে ফেললে নিজেকে সামলাতে না পারলে ফোনটা নিজের থেকে দূরে রাখুন৷’

advertisement

আরও পড়ুন:এবার চমকে দিলেন শতাব্দী রায়, কর্মীর বাড়িতে এ কী কাণ্ড ঘটালেন! বিতর্কে ইতি?

আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২

এই বিষয়ে পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করা হলে তিনি নিউজ১৮ বাংলাকে বলেন, ‘‘ওইটা নিয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি৷ যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাটও হয়ে গিয়েছে, তারপরে আবার কেন চর্চা চলছে, সেই বিষয়টা অন্যায় হচ্ছে ও ভুল হচ্ছে৷ আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি, তিনি আমাকে এই বিষয়ে মতামত দেবেন, তারপর আমি যা বলার বলব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

পরে ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন অভিযোগকারী মহিলা৷ তিনি সেটি ডিলিট করে দিয়ে লিখেছেন, ‘অনেক বিব্রত হয়েছি।অনেক ফোন এসেছে।আর পারছিনা। উনি নিজে এবং অনেক কে দিয়ে সরি বলিয়েছেন। আমি অ্যাকসেপ্ট করলাম আর এটা নিয়ে ফারদার ডিসকাশান চাই না।’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Subhankar Chatterjee Allegation: রাত দু’টোয় ২৪ বার ভিডিও কল! রিয়েলিটি শো পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মহিলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল