TRENDING:

Nandita Roy: অসুস্থ প্রযোজক নন্দিতা রায়! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল উইন্ডোজ-কর্ণধারকে

Last Updated:

Nandita Roy: শুক্রবারই প্রিমিয়ার শো-তে নন্দিতা রায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জানা যায়, গত চারদিন ধরে তিনি কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অসুস্থ প্রযোজক নন্দিতা রায়। হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কিছুদিন ধরে। ১২ মে, শুক্রবারই মুক্তি পেয়েছে তাঁর এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘ফাটাফাটি’ ছবিটি। খুশির হাওয়া বইছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের আঙিনায়। নতুন ছবি নিয়ে চারদিকে প্রশংসার বন্যায়। কিন্তু একইসঙ্গে সকলেই বিষণ্ণ। কারণ হাউজের এক কর্ণধার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রযোজক নন্দিতা রায়
প্রযোজক নন্দিতা রায়
advertisement

আরও পড়ুন: আমাকে আমার বাবার স্ত্রী হিসেবে ভুল করা হয়েছিল, শরীর নিয়ে কটাক্ষের শিকার দেবলীনা

শুক্রবারই প্রিমিয়ার শো-তে নন্দিতা রায়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর জানা যায়, গত চারদিন ধরে তিনি কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ধুম জ্বরে ভুগছেন প্রযোজক। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, ইনফ্লুয়েঞ্জা রোগাক্রান্ত হয়েছেন তিনি। তবে আগের থেকে অনেক ভাল আছেন। খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ফাটাফাটি’ মুক্তি পেয়েছে ১২ মে। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীকে দেখা গিয়েছে এই ছবিতে। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nandita Roy: অসুস্থ প্রযোজক নন্দিতা রায়! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল উইন্ডোজ-কর্ণধারকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল