কলকাতা: ‘বাবাহ কী গোলগাল!’ ‘এত মোটা, নাচতে অসুবিধা হয় না?’ ‘বয়সের থেকে অনেক বড় লাগে!’ ‘একটু রোগা হলে আরও সুন্দর লাগত,’ জীবনের শুরুর দিকে এই ধরনের কথা শুনতে হত দেবলীনা কুমারকে। এমনকি এক সময়ে তাঁর বাবা বিধায়ক দেবাশিস কুমারের স্ত্রী হিসেবে ভুল করা হয়েছিল তাঁকে।
কিন্তু এখন শরীরের আকার বদলে ফেলেও রেহাই নেই। একইভাবে এখন শুনতে হয়, ‘এত রোগা কেন?’, ‘কীরকম যেন শাকচুন্নির মতো’, ‘আগেই বেশি মিষ্টি ছিলে’, ‘একটু কম শরীরচর্চা করো’, ‘লালিত্য কমে গিয়েছে’।
আরও পড়ুন: বাবা হলেন গৌরব? দেবলীনা কেমন আছেন? রাখঢাক না রেখে খোঁজ নিলেন আর এক অভিনেত্রী!
এক সময়ে তাঁর ওজন ছিল বেশি, এখন কম। কিন্তু কিসের থেকে কম বা বেশি? সমাজ নির্দিষ্ট মানদণ্ডকেই সকলে ধ্রুব মেনে চলেন। আর এই কারণেই মানদণ্ডের সেই সংখ্যার থেকে বেশি বা কম হলেই কটাক্ষ শুনতে হয়। নিজের শরীরের আকার নিয়ে দু’রকমের কথাই শুনেছেন দেবলীনা। ‘মোটা’ থেকে ‘রোগা’ হওয়ার পরেও নিন্দকদেত মুখ থামাতে পারেননি।
আরও পড়ুন: ওজন নিয়ে প্রকাশ্যে ‘পরামর্শ’! অনুরাগীকে দেবলীনার সপাট জবাব, কী বললেন তিনি
কিন্তু এখন তিনি বুঝতে পারেন, মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। তবে সেই কথা ভেবে নিজের শরীরের আকার নিয়ে হীনমন্যতায় ভোগা উচিত নয়। তাই এখন তিনি উপলব্ধি করেছেন, নিজের যা ভাল লাগে, সেটাই করা উচিত।
View this post on Instagram
আর তাই তিনি ইনস্টাগ্রামে জীবনের দুই বেলার ছবি পোস্ট করে লিখলেন, ‘নিজের শরীরের যে আকার তোমার পছন্দ, তাতেই থাকো। অন্যদের কী পছন্দ, সেটা ভেবো না। তোমার স্বাস্থ্য ঠিক আছে কিনা, সেটাই একমাত্র ভাবার বিষয়। নিজের স্বাস্থ্যের জন্য ফিট থাকো। সুস্থ জীবনযাপন করো। রোগ থেকে দূরে থাকো। আমি এই দুই ফেজেই ছিলাম, রোগা মোটা দিয়ে যায় আসে না। কেবল ‘ফাটাফাটি’ থাকো’।
অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ফাটাফাটি’ মুক্তি পেয়েছে আজ। আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যাবে এই ছবিতে। উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে নায়িকাকে। আর সেই ছবির প্রচারের উদ্দেশ্যেই দেবলীনার এই পোস্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Devlina Kumar