Devlina Kumar: ওজন নিয়ে প্রকাশ্যে 'পরামর্শ'! অনুরাগীকে দেবলীনার সপাট জবাব, কী বললেন তিনি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Devlina Kumar: এই প্রথম নয়। অতীতেও ওজন নিয়ে কটাক্ষ শুনেছেন দেবলীনা। কোনও রকম দ্বিধা ছাড়াই জবাবও দিয়েছেন।
কলকাতা: ঘিয়ে রঙের শাড়ি, কপালে টিপ, খোঁপায় ফুল, মানানসই গয়না। মনের মতো করে সেজে উঠেছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। সেই ছবি ইনস্টাগ্রামের মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গেও। বরাবরের মতোই তাঁকে দেখে মুগ্ধতা প্রকাশ করে নেটিজেনদের একাংশ। তার মাঝেই দেবলীনার পোস্টে তাঁর ওজন নিয়ে মন্তব্য করে বসেন জনৈক অনুরাগী। বিষয়টি নজর এড়ায়নি দেবাশিষ কুমারের একমাত্র কন্যার।
দেবলীনার উদ্দেশ্যে সেই অনুরাগী লেখেন, ‘আপনাকে প্রাক্তন ছবিতে খুব মিষ্টি লাগছিল। আমার মনে হয়, ওজন একটু বাড়িয়ে নিলে আপনাকে আরও ভাল লাগবে।’
ওজন নিয়ে এ হেন মন্তব্যে যদিও মেজাজ হারাননি দেবলীনা। উত্তরে তিনি লেখেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার দেহের এই গঠনেই আমি স্বচ্ছন্দ এবং খুশি। আমার মনে হয় যে কোনও মানুষেরই আগে খুশি হওয়া প্রয়োজন।’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
এই প্রথম নয়। অতীতেও ওজন নিয়ে কটাক্ষ শুনেছেন দেবলীনা। কোনও রকম দ্বিধা ছাড়াই জবাবও দিয়েছেন।
advertisement
শরীরের ওজনকে স্বপ্নপূরণের পথে অন্তরায় মনে হত এক সময়ে। সেই বাধা পেরতেই শরীরচর্চার দিকে মন দিয়েছিলেন তিনি। ফোলা গাল, মেদবহুল শরীরের অষ্টাদশী দেবলীনার সঙ্গে বর্তমানের ‘রঙ্গবতী’র মিল পাওয়া দায়। তার জন্য কম কাঠখড়ও পোড়াতে হয়নি তাঁকে। ঠিকঠাক ডায়েটের সঙ্গেই নিয়মিত কসরতও করেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2023 12:48 PM IST