TRENDING:

'বউ কথা কও'-এর পর ফের একসঙ্গে পর্দায় ঋজু-মানালি? সত্যিটা জানালেন দুই তারকা

Last Updated:

২০০৯ সালে শুরু হয়েছিল 'বউ কথা কও'। সেই ধারাবাহিকে মানালি এবং ঋজুর রসায়ন দর্শকদের মন জয় করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের একসঙ্গে কাজ করবেন মানালি দে এবং ঋজু বিশ্বাস। বিগত কয়েক দিন ধরে এমনই গুঞ্জনে উত্তাল টেলিপাড়া। ছোট পর্দায় 'বউ কথা কও'-এর নিখিল-মৌরীর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও। তবে কি সত্যিই আরও একবার জুটি বাঁধছেন তাঁরা?
ফাইল চিত্র
ফাইল চিত্র
advertisement

নিউজ18 বাংলাকে মানালি জানান, নতুন ধারাবাহিক বা ঋজুর সঙ্গে কাজ করার বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তাঁর কথায়, "আমি এ নিয়ে সত্যিই কিছু জানি না। নতুন কোনও কাজ করছি না এই মুহূর্তে। ঋজুর সঙ্গে অভিনয় করা নিয়েও আমার কাছে কোনও তথ্য নেই। আমি কিছু জানলে সকলকেই তা জানাব।"

advertisement

২০০৯ সালে শুরু হয়েছিল 'বউ কথা কও'। সেই ধারাবাহিকে মানালি এবং ঋজুর রসায়ন দর্শকদের মন জয় করে। তবে আপাতত সেই নস্টালজিয়া ফিরছে না বলেই জানিয়েছেন 'নিখিল'। তিনি বললেন, "মানালির সঙ্গে আবার কাজ করতে পারলে ভালই লাগবে। তবে এখন আমর একসঙ্গে কোনও কাজ করছি না।"

আরও পড়ুন: 'মত্ত অবস্থায় পোস্ট করেননি তো?', প্রেমিকার সঙ্গে কী এমন ভিডিও দিয়ে বসলেন হানি

advertisement

আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আপাতত 'গোধূলি আলাপ' ধারাবাহিকে দেখা যাচ্ছে ঋজুকে। অন্য দিকে, 'ধুলোকণা' শেষ হওয়ার পর আপাতত নিজেকে সময় দিচ্ছেন মানালি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'বউ কথা কও'-এর পর ফের একসঙ্গে পর্দায় ঋজু-মানালি? সত্যিটা জানালেন দুই তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল