নিউজ18 বাংলাকে মানালি জানান, নতুন ধারাবাহিক বা ঋজুর সঙ্গে কাজ করার বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তাঁর কথায়, "আমি এ নিয়ে সত্যিই কিছু জানি না। নতুন কোনও কাজ করছি না এই মুহূর্তে। ঋজুর সঙ্গে অভিনয় করা নিয়েও আমার কাছে কোনও তথ্য নেই। আমি কিছু জানলে সকলকেই তা জানাব।"
advertisement
২০০৯ সালে শুরু হয়েছিল 'বউ কথা কও'। সেই ধারাবাহিকে মানালি এবং ঋজুর রসায়ন দর্শকদের মন জয় করে। তবে আপাতত সেই নস্টালজিয়া ফিরছে না বলেই জানিয়েছেন 'নিখিল'। তিনি বললেন, "মানালির সঙ্গে আবার কাজ করতে পারলে ভালই লাগবে। তবে এখন আমর একসঙ্গে কোনও কাজ করছি না।"
আরও পড়ুন: 'মত্ত অবস্থায় পোস্ট করেননি তো?', প্রেমিকার সঙ্গে কী এমন ভিডিও দিয়ে বসলেন হানি
আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক
আপাতত 'গোধূলি আলাপ' ধারাবাহিকে দেখা যাচ্ছে ঋজুকে। অন্য দিকে, 'ধুলোকণা' শেষ হওয়ার পর আপাতত নিজেকে সময় দিচ্ছেন মানালি।