'মত্ত অবস্থায় পোস্ট করেননি তো?', প্রেমিকার সঙ্গে কী এমন ভিডিও দিয়ে বসলেন হানি
- Published by:Sanchari Kar
Last Updated:
দেখা যাচ্ছে, প্রেমিকার জন্য 'মেরি জান' গাইছেন হানি। ভালবেসে গায়ককে জড়িয়ে ধরছেন টিনা।
#মুম্বই: ভালবাসার মানুষের সঙ্গে নতুন বছর শুরু করলেন হানি সিং। বছরের প্রথম দিনে তাঁর সঙ্গী প্রেমিকা টিনা থাডানি। তাঁর সঙ্গে একটি আদুরে ভিডিও পোস্ট করলেন গায়ক।
দেখা যাচ্ছে, প্রেমিকার জন্য 'মেরি জান' গাইছেন হানি। ভালবেসে গায়ককে জড়িয়ে ধরছেন টিনা। দু'জনের মুখেই হাসি উজ্জ্বল। ভিডিও দিয়ে গায়ক লেখেন, 'সব প্রেমিক-প্রেমিকাদের নববর্ষের শুভেচ্ছা। এটা ভালবাসার মরশুম। ঘৃণার নয়।'
advertisement
হানির ভিডিও দেখে আপ্লুত তাঁর অনুরাগীরা। গায়ককে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। অনেকে যদিও বলেছেন, মত্ত অবস্থায় হানি ভিডিওটি পোস্ট করেছেন। পরে হয়তো তা মুছে দেবেন।
advertisement
advertisement
গত বছর সেপ্টেম্বরে শালিনী তলোয়ারের সঙ্গে হানির বিচ্ছেদ হয়। গায়ক এবং তাঁর পর পরিবারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শালিনী। তা নিয়ে জলঘোলাও কম হয়নি। বিচ্ছেদের মাস তিনেকের মাথায় টিনার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন হানি।
Location :
First Published :
January 02, 2023 10:31 AM IST