TRENDING:

আমি প্রেগন্যান্ট, তাই কী রোহিত আমাকে ডাকছে না: করিনা কাপুর

Last Updated:

এরকমই বলে উঠলেন করিনা কাপুর খান ৷ তাও আবার পরিচালক রোহিত শেট্টিকে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এরকমই বলে উঠলেন করিনা কাপুর খান ৷ তাও আবার পরিচালক রোহিত শেট্টিকে ! সম্প্রতি ব্যাপারটা ঘটল মুম্বইয়ে একটা বিউটি স্যালোঁ-র উদ্বোধনে ৷ সেখানেই সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে করিনা জানালেন এমনটাই ৷
advertisement

গোলমাল ৪-এ নায়িকা কে হবে তা নিয়ে বলিউডে নানা গুঞ্জন ৷ কখনও নাম শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনের, তো কখনও আলিয়া ভাটের ৷ কিন্তু কিছুদিন আগে রোহিত শেট্টি এক সাক্ষাৎকারে জানায় আলিয়া বা দীপিকা পাড়ুকোন কেউ-ই গোলমাল ৪-এ থাকছে না ৷ সঙ্গে জানান, করিনাকে ফোন করতে তিনি নাকি ভয় পাচ্ছেন ৷

advertisement

রোহিতের এই কথার প্রতিক্রিয়া দিতে গিয়েই করিনা জানানন, ‘আমার প্রেগনেন্সির জন্য রোহিত আমাকে ফোন করছে না ! এটা সত্যিই খুব দুভার্গ্যজনক ৷ কারণ, আমার প্রেগন্যান্ট হওয়া নিয়ে, তা নিয়ে ছবির শ্যুটিং করা নিয়ে কোনও সমস্যা নেই ৷ মানুষের কী সমস্যা বুঝতে পারছি না ৷ রোহিতের নয়, ভয় তো আমার পাওয়া উচিত ৷ ’

advertisement

শোনা গিয়েছিল, গোটা ছবিতে নয় গোলমাল ৪-এর এক আইটেম নম্বরে নাকি দেখা যেতে পারে করিনা কাপুর খানকে ৷ কিন্তু এই গুঞ্জনকে একেবারেই পাত্তা না দিয়ে করিনা জানালেন, ‘আমার কাছে এরকম অফার এসেছিল ৷ কিন্তু আমি তা করতে রাজি হয়নি !’

বেবি বাম্প নিয়েই নানা জায়গায় দেখা যাচ্ছে করিনাকে ৷ প্রেগন্যান্ট হয়েও বিন্দাস আছেন তিনি ৷ সোনম কাপুরের বোন রিয়া কাপুরের নতুন ছবি ‘বীর দি ওয়েডিং’-এর শ্যুটিংও করছেন তিনি ৷ এই ছবিতে করিনার সঙ্গে দেখা যাবে সোনম কাপুর ও স্বরা ভাস্করকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি প্রেগন্যান্ট, তাই কী রোহিত আমাকে ডাকছে না: করিনা কাপুর