TRENDING:

Salman Khan: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান

Last Updated:

এমনকী তাঁকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সেন্ট জেভিয়ার্স কলেজের বাইরেও দাঁড়িয়ে থাকতেন অভিনেতা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভাইজানের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আজও ভাইজানের জীবনে কেউ আছেন না কি তা জানতে হুলস্থুল পড়ে যায় দর্শক মহলে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অবশ্য চিরকালই খোলামেলা সলমন খান। কখনও সোমি আলি, সঙ্গীতা বিজলানী বা কখনও ঐশ্বর্য রাই বা ক্যাটরিনা কায়েফ একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের।
সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
advertisement

তবে জীবনে প্রথম কাকে মন দিয়েছিলেন সলমন খান? শোনা যায় প্রথম প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা কলেজের বাইয়ে দাঁড়িয়ে অপেক্ষাও করতেন এই অভিনেতা।

আরও পড়ুন: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে

সলমন খানের সেই  প্রথম প্রেম হল শাহিন জাফরি। জনপ্রিয় অভিনেতা অশোক কুমারের নাতনি ও অভিনেত্রীর কিয়ারা আদভানির সম্পর্কে কাকিমা শাহিন। জীবনে প্রথম তাকেই মন দিয়ে বসেন অভিনেতা। এক ইভেন্টে প্রথমবার শাহিনকে দেখেই প্রেমে পড়ে যান সলমন খান। এমনকী শাহিনের সঙ্গে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা সেন্ট জেভিয়ার্স কলেজের বাইরেও দাঁড়িয়ে থাকতেন অভিনেতা।

advertisement

১৯ বছর বয়সে শাহিনের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। তখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলন সলমন। সদ্য পা দিয়েছেন বলিউডে। পুত্রবধূ হিসাবে শাহিনকে অত্যন্ত পছন্দ ছিল সলমনের পরিবারেরও। কিন্তু শিঘ্রই প্রেমে চিড় ধরে এই যুগলের। কোনও তৃতীয় ব্যক্তির জন্যই সম্পর্ক ভেঙেছে বলে গুঞ্জন ওঠে। এই তৃতীয় ব্যক্তি হলে সঙ্গীতা বিজলানী। শোনা যায় সাহিনকে ছেড়ে মিস ইন্ডিয়া শিরোপা জয়ী সঙ্গীতার সঙ্গে ডেট করছেন সলমন।

advertisement

প্রায় ১০ বছর সম্পর্কের পরে ফের সলমনের দ্বিতীয় বিচ্ছেদের খবর শোনা যায়। কানাঘুষো করলে জানা যায় ফের কোনও তৃতীয় ব্যক্তি এসেছে ভাইজানের জীবনে।  শোনা যায় সোমা আলির সঙ্গে ডেট করছিলেন সলমন খান তাই সঙ্গীতার সঙ্গে শেষমেষ বিচ্ছেদ হয় তাঁর।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

জীবনে এত প্রেম আসার পরেও আজও সিঙ্গেল এই জনপ্রিয় অভিনেতা। তবে কবে গাঁটছড়া বাঁধবেন সলমন, তা নিয়ে আজও অধীর অপেক্ষায় বসে আছেন অনুরাগীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: সলমন খানের প্রথম প্রেমিকা কে? কিয়ারার এই কাকিমার জন্য দীর্ঘক্ষণ কলেজের বাইরে অপেক্ষা করতেন ভাইজান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল