Shah Rukh Khan in Kashmir: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shah Rukh Khan in Kashmir: সোমবার মধ্যরাতে কাশ্মীরে পৌঁছন শাহরুখ
মুম্বই : ভূস্বর্গে পৌঁছেছেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। দীর্ঘ দিন পর তিনি শ্যুটিং করবেন কাশ্মীরে। এই প্রথম তিনি অভিনয় করছেন রাজকুমার হিরানির ছবিতে। সেই ছবির ‘ডাঙ্কি’-রই একটি গানের শ্যুটিং উপলক্ষে তিনি কাশ্মীরে গিয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তাপসী পন্নু। প্রথম বার জুটি বাঁধলেন শাহরুখ ও তাপসী। বিদেশ পাড়ি, অভিবাসন দেশের টানে ফিরে আসার জন্য মনের আকুতি ঘিরেই ছবির গল্প এগোবে বলে শোনা যাচ্ছে।
সোমবার মধ্যরাতে কাশ্মীরে পৌঁছন শাহরুখ। ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে তাঁকে বরণ করে নেওয়া হয়। শ্যুটিং উপলক্ষে আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি এবং কোরিয়োগ্রাফার গণেশ আচার্য।
SRK in Sonemarg for #Dunki shoot 🥹 pic.twitter.com/Pi5mlQttTt
— Aryan (@tumhidekhonaa) April 24, 2023
advertisement
advertisement
এর আগে ‘জব তক হ্যায় জান’ ছবির শ্যুটিং উপলক্ষে কাশ্মীরে গিয়েছিলেন শাহরুখ। এ বার তাঁকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত ‘ডাঙ্কি’-র গল্প লিখেছেন অভিজিৎ যোশি৷ রাজকুমার হিরানির অন্যান্য ছবির মতো এই ছবিতেও থাকবে কমেডির ছোঁয়া৷ ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ৷
advertisement
রাজকুমার হিরানির সব ছবিতেই কমেডি এবং দেশের প্রতি আবেগের বার্তা জড়িয়ে থাকে৷ সারা পৃথিবী ঘুরে অবশেষে এই যাত্রাপথের ছবি ফিরে আসে দেশের মাটিতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2023 1:09 PM IST