Shah Rukh Khan in Kashmir: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে

Last Updated:

Shah Rukh Khan in Kashmir: সোমবার মধ্যরাতে কাশ্মীরে পৌঁছন শাহরুখ

শাহরুখ খান (ফাইল ছবি)
শাহরুখ খান (ফাইল ছবি)
মুম্বই : ভূস্বর্গে পৌঁছেছেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। দীর্ঘ দিন পর তিনি শ্যুটিং করবেন কাশ্মীরে। এই প্রথম তিনি অভিনয় করছেন রাজকুমার হিরানির ছবিতে। সেই ছবির ‘ডাঙ্কি’-রই একটি গানের শ্যুটিং উপলক্ষে তিনি কাশ্মীরে গিয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন তাপসী পন্নু। প্রথম বার জুটি বাঁধলেন শাহরুখ ও তাপসী। বিদেশ পাড়ি, অভিবাসন দেশের টানে ফিরে আসার জন্য মনের আকুতি ঘিরেই ছবির গল্প এগোবে বলে শোনা যাচ্ছে।
সোমবার মধ্যরাতে কাশ্মীরে পৌঁছন শাহরুখ। ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে তাঁকে বরণ করে নেওয়া হয়। শ্যুটিং উপলক্ষে আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি এবং কোরিয়োগ্রাফার গণেশ আচার্য।
advertisement
advertisement
এর আগে ‘জব তক হ্যায় জান’ ছবির শ্যুটিং উপলক্ষে কাশ্মীরে গিয়েছিলেন শাহরুখ। এ বার তাঁকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত ‘ডাঙ্কি’-র গল্প লিখেছেন অভিজিৎ যোশি৷ রাজকুমার হিরানির অন্যান্য ছবির মতো এই ছবিতেও থাকবে কমেডির ছোঁয়া৷ ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ৷
advertisement
রাজকুমার হিরানির সব ছবিতেই কমেডি এবং দেশের প্রতি আবেগের বার্তা জড়িয়ে থাকে৷ সারা পৃথিবী ঘুরে অবশেষে এই যাত্রাপথের ছবি ফিরে আসে দেশের মাটিতে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan in Kashmir: ভূস্বর্গে শাহরুখ, বরণ করে নেওয়া হল ফুলের তোড়া এবং কাশ্মীরি শালে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement