TRENDING:

লুলিয়াকে ঠোঁটঠাসা চুমু খেলেন সলমন !

Last Updated:

সব্বাই দেখল, পাত্তা দিলেন না সলমন ৷ লুলিয়াকে কাছে ডেকে, রেখে দিলেন ঠোঁটে ঠোঁট ! টুকটাক উঠল ফোটো ৷ সব্বাই হতবাক ৷ সল্লু ছিলেন বিন্দাস, লুলিয়াও ছিলেন কুল ৷ টাটা বাই বাই জানিয়ে প্লেনে উঠলেন সলমন প্রেমিকা লুলিয়া ভান্তুর !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সব্বাই দেখল, পাত্তা দিলেন না সলমন ৷ লুলিয়াকে কাছে ডেকে, রেখে দিলেন ঠোঁটে ঠোঁট ! টুকটাক উঠল ফোটো ৷ সব্বাই হতবাক ৷ সল্লু ছিলেন বিন্দাস, লুলিয়াও ছিলেন কুল ৷ টাটা বাই বাই জানিয়ে প্লেনে উঠলেন সলমন প্রেমিকা লুলিয়া ভান্তুর !
advertisement

চুমু কাণ্ডটি ঘটল দুবাই বিমান বন্দরে ৷ প্রেমিকা লুলিয়াকে প্লেনে ছাড়তে এসেছেন সলমন ৷ লুলিয়া চললেন বিদেশে৷ আর যাওয়ার মুখেই আবেগ ধরতে না পেড়ে, সলমনকে জড়িয়ে ধরলেন লুলিয়া ৷ সলমনও নিজের বুকে টেনে নিলেন লুলিয়াকে ৷ তারপরই হঠাৎ চুমু ! কাণ্ডটি দেখে অনেকেই হয়েছেন অবাক ৷ আর গোটা বলিউডে রটেছে, তাহলে সলমন এক চুমুতেই গোটা বিশ্বকে জানিয়ে দিলেন, লুলিয়াই তাঁর প্রেমিকা ! সলমন আছেন চুপ ! লজ্জা পেয়েছেন লুলিয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়াকে ঠোঁটঠাসা চুমু খেলেন সলমন !