করণ জোহরের 'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন ঠিকই, তবে যে যাই বলুক না কেন নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। অল্পদিনের মধ্যেই জমে উঠেছে 'কফি উইফ করণ'। তেমনই করণের শো -তে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। সেখানেই সমপ্রেম নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করেন করণ। তিনি বলেন, 'তোমার কি সমলিঙ্গের প্রতি আকর্ষণ রয়েছে?' প্রিয়াঙ্কা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরে হ্যাঁ বলতেই বাকরুদ্ধ হয়ে যান পরিচালক। এই উত্তর দিতে একটুও লজ্জাবোধ করেননি প্রিয়ঙ্কা, যা আরও বেশি হতবাক করেছিল সকলকে। মুহূর্তের মধ্যে এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
আরও পড়ুন-নাকের সার্জারি করে আরও সুন্দর হতে হবে, সত্যিই কি এমনটা করেছিলেন ইয়ামি গৌতম
আরও পড়ুন-বিয়ের জল্পনা তুঙ্গে, এর মধ্যেই গভীর রাতে কোথায় চললেন মালাইকা-অর্জুন
ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন দীপিকা ও প্রিয়াঙ্কা। আচমকাই করণের কিছু পরিবর্তন দেখে টিপ্পনি কেটে দীপিকা বলেন, 'তুমি কেন তোমার হাঁটুতে হাত দিচ্ছো?' তারপর আরও বলেন, 'একই লিঙ্গের মানুষদের পছন্দ করা কোনও ক্রাইম নয়।' পাল্টা প্রিয়াঙ্কা বলেন, 'এমন প্রস্তাব এর আগেও পেয়েছি।' এনকাউন্টার শুনেই প্রিয়াঙ্কা আরও বলেন, 'একটি নাইট ক্লাবে কয়েক বছর আগেই এমন ঘটনা ঘটেছিল। তবে আমি তাঁকে পাত্তা দিই নি।'