TRENDING:

মহীনের ঘোড়া বাপি দাসের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার, কৃতজ্ঞতা জানালেন রূপম

Last Updated:

এর আগে বাপি দাসের চিকিৎসার অর্থসংগ্রহের জন্য রূপম, সিধু থেকে সাহানা বাজপেয়ীরা সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাঁর অসুস্থতার খবরে আলোচনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ তিনি বাংলার সঙ্গীত জগতের এক উজ্জ্বল ইতিহাস মহীনের ঘোড়াগুলির এক ঘোড়া তাপস দাস৷ তাঁরই অসুস্থতার সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্ববান জানিয়ে এগিয়ে এসেছেন বাংলার সঙ্গীতশিল্পীরা৷ তাঁদের মধ্যেই একজন, রূপম ইসলাম ফের একবার ফেসবুকে একটি পোস্ট করে জানালেন, বাপি দাসের চিকিৎসার ভার গ্রহণ করেছে রাজ্য সরকার৷
advertisement

রূপম তাঁর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গত ১ জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম বাপীদা-র অসুস্থতার ব্যাপারে, যেখানে লিখেছিলাম যে কোনও রাজনৈতিক দলের সাহায্য তিনি নেবেন না। একমাত্র সরকারের সাহায্য গ্রহণ করতে তাঁর আপত্তি থাকবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার কোনও একটি রাজনৈতিক দল নয়। সেই পোস্ট দেখে ঠিক তার পরদিনই পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসেছেন, এবং বাপীদা-র চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তাঁরা নিয়েছেন। এ জন্য তাঁরা আমার কৃতজ্ঞতাভাজন হলেন।’

advertisement

আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

আরও পড়ুন: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল

তাঁর কথায় , ‘পাশাপাশি আমরা, বাংলার শিল্পী সম্প্রদায় আমাদের সামর্থ্য অনুযায়ী যে এগিয়ে আসতে পেরেছি, সে জন্য সবাইকে ধন্যবাদ জানালাম। আপাতত বাপীদা-র চিকিৎসা চলছে SSKM হসপিটালে। গত ৩ তারিখ উনি SSKM-এ ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে। ওখানেই ওঁর চিকিৎসা চলছে। আমি আজ দেখা করলাম ওঁর এবং সুতপাদির সঙ্গে। অনেকটা আড্ডা হল।’

advertisement

এর আগে বাপি দাসের চিকিৎসার অর্থসংগ্রহের জন্য রূপম, সিধু থেকে সাহানা বাজপেয়ীরা সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছিলেন৷ তাপস বাপি দাসের বয়স প্রায় ৭০-এর কাছাকাছি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপি চলছে তাপসের। ঠিক ভাবে খেতেও পারছেন না তিনি। রেডিয়েশন নেওয়ার শারীরিক ক্ষমতা নেই তাপসের। ওজন এখন ৩৫ কিলো৷ সব মিলিয়ে তাঁর চিকিৎসার খবরে আশান্বিত বাংলার সংস্কৃতি মহল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহীনের ঘোড়া বাপি দাসের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার, কৃতজ্ঞতা জানালেন রূপম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল