TRENDING:

Alia Bhatt Ranbir Kapoor Dance: রণবীর-আলিয়ার বিয়েতে 'হাজির' শাহরুখ খান! তুমুল নাচ নবদম্পতির, দেখুন

Last Updated:

সেখানে দেখা গিয়েছে উদ্দাম নাচছেন রণবীর ও আলিয়া। আর পিছনে গান চলছে 'ছাইয়াঁ ছাইয়াঁ'। (Alia Bhatt Ranbir Kapoor Dance)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রূপকথার বিয়ে সারলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বইয়ের পালি হিলে রণবীরের বাস্তু অ্যাপার্টমেন্টেই বসেছিল রণবীর-আলিয়ার বিয়ের আসর। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সম্পন্ন হয়েছে বিগ বাজেটের এই জমকালো বিয়ে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের আগের সঙ্গীত পার্টির। সেখানে দেখা গিয়েছে উদ্দাম নাচছেন রণবীর ও আলিয়া। আর পিছনে গান চলছে 'ছাইয়াঁ ছাইয়াঁ'। (Alia Bhatt Ranbir Kapoor Dance)
Alia Bhatt Ranbir Kapoor Dance
Alia Bhatt Ranbir Kapoor Dance
advertisement

শাহরুখ খানের 'দিল সে' ছবির বিখ্যাত গানেই বিয়ের পর পা মেলাচ্ছেন রণবীর-আলিয়া। নিজেদের ছবির অসংখ্য সুপারহিট গান থাকা সত্ত্বেও তাঁদের পছন্দ শাহরুখের গান। আর তাতেই ভক্তদের দাবি, শাহরুখের গান ছাড়া বিয়ে হয় নাকি? না থেকেও, রণবীর-আলিয়ার বিয়েতে তাই হাজির ছিলেন বলিউডের বাদশা, কিং খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নবদম্পতির শাহরুখের গানে নাচের ভিডিও। লাল সালোয়ার কামিজ ও সাদা-লাল কুর্তা-পাজামায় দারুণ দেখাচ্ছিলও দুই তারকাকে।

advertisement

আরও পড়ুন: তৈমুরের নাকে আঙুল-জেহ অন্যদিকে তাকিয়ে, ভাইয়ের বিয়েতে ছবি তুলতে হিমশিম করিনা!

আরও পড়ুন: বিয়ের আসরে বরের 'জুতো চুরি', কনেপক্ষ চাইল ১১.৫ কোটি টাকা! আর রণবীর দিলেন...

বিয়ের অনুষ্ঠানে ঠিক কী কী হয়েছে, তা নিয়ে আলিয়া এবং রণবীরের অনুরাগীদের কৌতূহল এখনও চরমে। হালে এমনই বেশ কিছু ছবি এবং ভিডিও এসেছে প্রকাশ্যে। ছবিগুলি দিয়েছেন রণবীরের তুতো ভাই আদর জৈন। সঙ্গীত পর্বের আগে আলিয়া এবং রণবীরের সঙ্গে ছবি তুলেছেন তিনি। সেই ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। তার পাশাপাশি প্রকাশ্যে এসেছে সঙ্গীত পর্বের ভিডিও। সেখানেই দেখা গিয়েছে ছাইয়াঁ ছাইয়াঁ-তে নবদম্পতির নাচ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বলিউড সূত্রে খবর, বিয়ের দিন রণবীরের জুতো লুকিয়ে রেখেছিল কনেপক্ষ। আর সেই জুতো ফেরত দেওয়ার জন্য রণবীরের কাছে কনেপক্ষ দাবি করেছিল ১১ কোটি ৫০ লক্ষ টাকা। শোনা গিয়েছে, বহু টালবাহানার পর মাত্র ১ লক্ষ টাকা দিয়েই কনেপক্ষকে রাজি করিয়ে নেন রণবীর কাপুর। জানা গিয়েছে, আলিয়ার মা সোনি রাজদান জামাইকে একটি আড়াই কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন। এমনকী বিয়েতে উপস্থিত সমস্ত অতিথিকে কাশ্মীরি শাল গিফট করা হয়েছে। সেগুলি সব নিজে পছন্দ করেছিলেন আলিয়া ভাট।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Ranbir Kapoor Dance: রণবীর-আলিয়ার বিয়েতে 'হাজির' শাহরুখ খান! তুমুল নাচ নবদম্পতির, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল