আরও পড়ুন: ‘লিপস্টিক পরেছ কেন! মোছো’ সেটে বাঙালি পরিচালকের কাছে জোর বকা খেতে হয় অমিতাভকে!
অনুরাগ ঠাকুরের পোস্টে লেখা, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওয়াহিদা রহমানের অবদান এবং তাঁর দৃষ্টান্তমূলক উত্সর্গ, প্রতিশ্রুতি এবং একজন ভারতীয় নারীর ক্ষমতায়নের জন্যই দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য ওয়াহিদা রহমানজিকে এবছর দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হচ্ছে। আর এই ঘোষণা করে আমি নিজেই অত্যন্ত আনন্দ পেয়েছি।’
advertisement
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও লিখলেন, ‘ওয়াহিদাজি হিন্দি চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘চৌধাভি কা চাঁদ’, ‘সাহেব বিবি অউর গুলাম’, ‘গাইড’, ‘খামোশি’ ইত্যাদি। পাঁচ দশকেরও বেশি সময়ে তিনি তাঁর কর্মজীবনে একেকটি চরিত্রকে অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। আর সে কারণেই ‘রেশমা অ্যান্ড শেরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ওয়াহিদাজি তাঁর নিষ্ঠার নজির গড়েছেন। একজন ভারতীয় নারীর শক্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তিনি প্রমাণ করেছেন, পরিশ্রম করে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ স্তর অর্জন করা যায়।’
অনুরাগ ঠাকুর তাঁকে অসংখ্য অভিনন্দন জানান তাঁর পোস্টেই।