Hrishikesh-Amitabh: 'লিপস্টিক পরেছ কেন! মোছো' সেটে বাঙালি পরিচালকের কাছে জোর বকা খেতে হয় অমিতাভকে!

Last Updated:
Hrishikesh-Amitabh: ‘আনন্দ’-এর শ্যুটিংয়ের সময়েই একটি মজাদার ঘটনা ঘটে। বিগ বি নিজেই সেই ঘটনার কথা জানান সোশ্যাল মিডিয়ায়। অমিতাভের লাল ঠোঁটের জন্য খুব জোর বকা খেয়েছিলেন পরিচালকের কাছে।
1/5
১৯৭০ সাল। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ‘জনজির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ তাদের মধ্যে উল্লেখযোগ্য। ঋষিকেশ মুখোপাধ্যায়ের বেশ কিছু ছবিতে কাজ করছেন সেই সময়ে। ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘আনন্দ’ ইত্যাদি।
১৯৭০ সাল। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ‘জনজির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ তাদের মধ্যে উল্লেখযোগ্য। ঋষিকেশ মুখোপাধ্যায়ের বেশ কিছু ছবিতে কাজ করছেন সেই সময়ে। ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘আনন্দ’ ইত্যাদি।
advertisement
2/5
সেই ‘আনন্দ’-এর শ্যুটিংয়ের সময়েই একটি মজাদার ঘটনা ঘটে। বিগ বি নিজেই সেই ঘটনার কথা জানান সোশ্যাল মিডিয়ায়। অমিতাভের লাল ঠোঁটের জন্য খুব জোর বকা খেয়েছিলেন পরিচালকের কাছে।
সেই ‘আনন্দ’-এর শ্যুটিংয়ের সময়েই একটি মজাদার ঘটনা ঘটে। বিগ বি নিজেই সেই ঘটনার কথা জানান সোশ্যাল মিডিয়ায়। অমিতাভের লাল ঠোঁটের জন্য খুব জোর বকা খেয়েছিলেন পরিচালকের কাছে।
advertisement
3/5
সেটে ঢুকতেই নাকি বাঙালি পরিচালক চিৎকার করে উঠতেন, ‘‘তুমি আবার লিপস্টিক পরেছ! মুছে ফেলো এখনই।’’ অমিতাভ তাঁকে বোঝাতেন যে, না, তিনি লিপস্টিক পরেননি, তাঁর ঠোঁটের স্বাভাবিক রংই এমন লাল।
সেটে ঢুকতেই নাকি বাঙালি পরিচালক চিৎকার করে উঠতেন, ‘‘তুমি আবার লিপস্টিক পরেছ! মুছে ফেলো এখনই।’’ অমিতাভ তাঁকে বোঝাতেন যে, না, তিনি লিপস্টিক পরেননি, তাঁর ঠোঁটের স্বাভাবিক রংই এমন লাল।
advertisement
4/5
কিন্তু কেউই বিশ্বাস করতে চাইতেন না। মেকআপ আর্টিস্ট এমনকি লিপস্টিক মোছার বৃথা চেষ্টা করার পর পরিচালককে আশ্বাস দেন যে বচ্চনের ঠোঁটে কোনও রং দেওয়া হয়নি।
কিন্তু কেউই বিশ্বাস করতে চাইতেন না। মেকআপ আর্টিস্ট এমনকি লিপস্টিক মোছার বৃথা চেষ্টা করার পর পরিচালককে আশ্বাস দেন যে বচ্চনের ঠোঁটে কোনও রং দেওয়া হয়নি।
advertisement
5/5
উল্টে তাঁর ঠোঁটের স্বাভাবিক রং চাপতে বেস মেকআপ ব্যবহার করা হত। তার পরেই ঠোঁটের ঔজ্জ্বল্য খানিক মোছা যেত। বচ্চন তাঁর ব্যক্তিগত ব্লগে জানান, অনুরাগীরা তাঁর ঠোঁটের লাল আভা দেখতে পাননি, বরং বেস মেকআপ ব্যবহার করে যে ঔজ্জ্বল্য মোছা হয়েছিল, সেই ছবিই দেখতে পান।
উল্টে তাঁর ঠোঁটের স্বাভাবিক রং চাপতে বেস মেকআপ ব্যবহার করা হত। তার পরেই ঠোঁটের ঔজ্জ্বল্য খানিক মোছা যেত। বচ্চন তাঁর ব্যক্তিগত ব্লগে জানান, অনুরাগীরা তাঁর ঠোঁটের লাল আভা দেখতে পাননি, বরং বেস মেকআপ ব্যবহার করে যে ঔজ্জ্বল্য মোছা হয়েছিল, সেই ছবিই দেখতে পান।
advertisement
advertisement
advertisement