TRENDING:

Urfi Javed: লাল ওড়না, সাদা কামিজ! তবে কি উর্ফির ভোলবদল, সামনে ঘুরতেই নেটিজেনরা অবাক

Last Updated:

জনপ্রিয় এবং হট অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) মাঝেমধ্যেই নিজের বোল্ড ইমেজের কারণে শিরোনাম ছিনিয়ে নেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জনপ্রিয় এবং হট অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) মাঝেমধ্যেই নিজের বোল্ড ইমেজের কারণে শিরোনাম ছিনিয়ে নেন৷ এরইমধ্যে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ভিডিও শেয়ার করেছেন৷ এর সাহায্যে নিজের ফ্যানদের হোলির শুভকামনা জানিয়েছেন৷ কিন্তু এই হোলির  (Holi) ভিডিওতে ফের তাঁর বোল্ড আন্দাজ তাঁর এই ভিডিওকেও ভাইরাল ভিডিও  (Viral Video) বানিয়ে দিয়েছে৷ তবে অন্যবারের মতো এবারেও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ফের একবার তাঁর সমালোচনায় মুখর হয়েছেন৷ ফের তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে৷
Viral Video: Urfi Javed -photo Courtesy- Urfi Javed/Instagram
Viral Video: Urfi Javed -photo Courtesy- Urfi Javed/Instagram
advertisement

উর্ফি জাভেদ (Urfi Javed) নিজের ফ্যানদের হোলির (Holi) শুভেচ্ছা জানিয়েছেন৷ ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘সকলকে হোলির শুভেচ্ছা’’৷ ভিডিও দেখা যাচ্ছে উর্ফি হাতে আবীর নিয়ে তা হাওয়ায় ওড়াচ্ছে আর হাসতে হাসতে ক্যামেরার সামনে গোল গোল ঘুরছেন৷ এরমধ্যে  তিনি সাদা কামিজ আর লাল ওড়না আর লাল লেগইন পড়েছেন তবে এই ভিডিও কেন ভাইরাল হয়েছে তা একটু বাদে বোঝা যাচ্ছে যখন উর্ফি জাভেদ ঘুরছেন৷ কামিজের নেকলাইন এমনভাবেই কাটা যে সালোয়ার কামিজেও তাঁর স্তনযুগল ভালই উঁকি মারছে৷ স্যুটের পিছন দিকেই ডিজাইনার৷ এথনিক সাজেও নিজের সৌন্দর্য্য এভাবে তুলে ধরা যায় তা তিনি করে দেখিয়েছেন৷

advertisement

আরও পড়ুন Viral News: রাস্তার দু' ধারেই বাড়ি! কিন্তু ভৌতিক কাণ্ডকারখানা অনুভূত হয়, মন্ত্রশক্তিতে কাবু হয় ভূত

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

উর্ফি জাভেদ এই  লেটেস্ট ভিডিওতে পোস্ট করে নিজে কয়েক ঘণ্টার মধ্যে ৭৮ হাজার লাইক পেয়ে গেছে৷ প্রচুর মানুষ ২হাজারের মানুষ কমেন্ট করেছেন৷ উর্ফির এই ভিডিও মানুষ খুব পছন্দ করেছেন৷ তাঁকে প্রচুর মানুষ এই ভিডিওতে হোলির শুভকামনা জানিয়েছেন৷

advertisement

তবে কিছু মানুষের এই ভিডিও পছন্দ হয়নি৷ তাঁরা হোলির দিন এরকম খোলামেলা পোশাক পরায় অত্যন্ত সমালোচনায় মুখর হয়েছেন৷ কেউ কেউ আবার তাঁর এইধরণের পোশাক নিয়ে ইয়ার্কি মেরেছেন৷ কেউ আবার কমেন্ট করেছেন, ‘‘ছুপানা ভি নেগি আতা’’ আবার কেউ আবার লিখেছেন উৎসবের দিনে এরকম পোশাক পরা উচিত নয় বলে লিখেছেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: লাল ওড়না, সাদা কামিজ! তবে কি উর্ফির ভোলবদল, সামনে ঘুরতেই নেটিজেনরা অবাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল