নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র (NCB) পরে এ বার এই মাদক কাণ্ডে আসরে নেমেছে মুম্বই পুলিশও। গোয়াগামী ওই বিলাসবহুল ক্রুসে পার্টি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ ৷ সবকিছুই তাই খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন- বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে যুবকের যৌনাঙ্গ কেটে পালাল একদল দুষ্কৃতী !
advertisement
তবে এরই মধ্যে আরিয়ান খানের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা গিয়েছে একটি অনুষ্ঠান থেকে বাইরে বেরিয়ে এক ভিক্ষুককে কোনও সাহায্য না করেই তাকে সরিয়ে দিচ্ছেন তিনি ৷ যা দেখে প্রত্যেকেই ছিঃ ছিঃ করে উঠেছেন শাহরুখ পুত্রের প্রতি ৷ ভিডিওতে সমালোচনায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা (Old Video of Shah Rukh Khan's Son Aryan Khan) ৷
২৪ বছরের ছেলে আরিয়ান নাকি গত চার বছর ধরে ড্রাগস নিচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে। অনেকেই আবার দাবি করেছেন ছেলের এই স্বভাব ভালো করেই জানতেন শাহরুখ। তবুও তিনি কোনও পদক্ষেপ নেননি। আর এবার ভাইরাল হল আরিয়ানের অনেক পুরনো একটি ভিডিও।
আরও পড়ুন- আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না! এনসিবি-র হেফাজতেই থাকবেন শাহরুখ-পুত্র
ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের এক জনপ্রিয় রেস্তোরাঁ থেকে বন্ধুদের নিয়ে বের হচ্ছেন আরিয়ান। শাহরুখের ছেলেকে দেখেই তাঁর গাড়ির সামনে একটি শিশুকে কোলে নিয়ে চলে আসেন এক ভিখারি ৷ আরিয়ানের কাছে সাহায্যও চান তিনি ৷ কিন্তু প্রথমে ভালোভাবে হেসে বললেও পরে ওই ভিক্ষাজীবীকে দূরে সরিয়ে দেন আরিয়ান ৷ উঠে যান নিজের লাক্সারি গাড়িতে ৷ এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !