ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। রেখার আইকনিক নাচের স্টাইলেই ভক্তদের মন জয় করেছেন নায়িকা। মিনিমাল মেক-আপে, একেবারে হাল্কা ভাবে চুলটা বেঁধে নাচটি করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন, 'আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা। যদিও আমি ২ দিন দেরি করে ফেলেছি'। জাহ্নবীর নাচ দেখে সত্যিই মুগ্ধ দর্শক। কমেন্ট বক্সে ভালোবাসায় ভরি
আরও য়ে দিয়েছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: ছোট্ট দরশিলকে দেখলে এখন চিনতে পারবেন না, অভিনেতার পছন্দ কোন নায়িকাকে?
আরও পড়ুন: মাত্র ৫০০ টাকায় নতুন নায়ক 'খুঁজে' পেলেন ফারাহ খান, জানেন কে সেই স্টারকিড?
মণীশ মালহোত্রা, অভিনেত্রী সান্যা মালহোত্রা ভিডিওতে কমেন্ট করেছেন। ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন তাঁরা। জাহ্নবীর প্রিয় বান্ধবী শানায়া কাপুরও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ভক্তদের কেউ আবার তাঁকে লিখেছেন অপূর্ব নাচের কথা, কেউ আবার নো মেক-আপ লুকে ভিডিও শেয়ারের কথা উল্লেখ করেছেন।
কাজের দিক থেকে ২০২১-এ রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি' ছবিতে দেখা গিয়েছিল জাহ্নবী কাপুরকে। এই মুহূর্তে অনেকগুলি কাজ নিয়ে ব্যস্ত নায়িকা। বরুণ ধাওয়ানের সঙ্গে বাওয়াল ছবিতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এর পর রয়েছে গুড লাক জেরি ও মিলি মার্কড অন হার ক্যালেন্ডার ছবিতে।