TRENDING:

Salman Khan, Bigg Boss 16 Contestant List: সলমন খানের বিগ বস ১৬-র বড় চমক! ৭ প্রতিযোগীর নামের তালিকা ফাঁস

Last Updated:

Salman Khan, Bigg Boss 16 Contestant List: বিরাট বিরাট চমকে ভরা বিগ বস ১৬-র প্রতিযোগীদের তালিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা বছর ধরে দর্শকেরা অপেক্ষা করেন বিগ বসের অপেক্ষায় কিন্তু কোনও তিন মাস ধরে লাগাতার বিনোদন, সলমন খানের সঙ্গে বিভিন্ন তারকা মহাতারকার সমাবেশ ৷ বিগ বসের ঘরের সেলিব্রিটিরা হলেন সব থেকে বড় আকর্ষণ কেননা ৷ এরই মাঝে ফের বিগ বস ১৬ এর সময় হয়ে গিয়েছে ৷ সবাই অপেক্ষা করছেন কখন তাঁদের প্রিয় শো আবার টিভিতে শুরু হবে ৷
বিগ বসের সেটে সলমন খান ৷ ফাইল ছবি ৷
বিগ বসের সেটে সলমন খান ৷ ফাইল ছবি ৷
advertisement

এই বিষয়টি নিয়েই আপাতত চর্চা ও তুমুল চর্চা শুরু হয়েছে ৷ নতুন সিজিন শুরু হওয়ার আগে প্রতিযোগীদের নিয়ে নানান ধরনের জল্পনা চলে ৷ এইবারও ব্যতিক্রম নয় ৷ টেলিভিশনের জনপ্রিয় চেহারাদের দেখতে পাওয়া যাবে বিগ বসের ঘরে ৷ জানতে পারা যাচ্ছে এইবার বিগ বস সঞ্চালনার জন্য সলমন খানের পারিশ্রমিক বেশ খানিকটা বৃদ্ধি করা হয়েছে ৷ সূত্রের খব বিগ বস অন এয়ার হতে চলেছে সেপ্টেম্বর বা অক্টোবরে ৷

advertisement

তবে প্রতিযোগীদের নিয়ে জল্পনা চলছেই ৷ টিভির সংস্কারী বউ দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম সব থেকে বেশি চর্চায় ৷ তবে প্রতি বছরই এই অভিনেত্রীর নাম শিরোনামে আসে ৷ কিন্তু যখনই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় তখনই উত্তর আসে না, আসলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা অত্যন্ত বেশি ৷ কঙ্গনা রানাওয়াতের রিয়্যালিটি শো লক আপ বিনয় মুনব্বর ফারুকির নাম বিগ বস ১৬-এর জন্য অত্যন্ত বেশি জল্পনায় আছে ৷

advertisement

আরও পড়ুন: Dobaaraa : অনুরাগ-তাপসীর 'দোবারা' কি স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর নকল? ট্রেলার দেখে অবাক নেটিজেন

তিনি রোহিত শেট্টির রিয়্যালিটি শোতে এবার অংশগ্রহণ করবেন ভেবেছিলেন, কোনও অন্য কারণে তা হয়নি সলমন খানের এই শো'তেই দেখতে পাওয়া যাবে ৷ উত্তরণ ধারাবাহিকের ইচ্ছার ভূমিকায় অভিনয় করেছেন টিনা দত্তের নামও খবরের শিরোনামে ৷ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন শিবেন নারঙ্গকে প্রস্তাব দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন:  Koffee With Karan: 'আলিয়া ভাট সবাইকে ডেট করছেন', কটাক্ষ করেছিলেন শাহরুখ খান

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

টিভির নাগিন অর্থাৎ সুরভি জ্যোতি বিগ বস ১৬ জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ৷ ইয়ে মহাব্বতের রমন ভল্লার চরিত্রে অভিনয় করেছেন করণ প্যাটেল বেশ কয়েকবার অতিথি হিসাবে এসেছেন ৷ ইস প্যায়ার কো কেয়া নাম দুঁর খুশি কুমারী চরিত্রে অভিনয় করেছিলেন সানায়া ইরানির নামও চর্চায় রয়েছে ৷ তবে চর্চা, জল্পনা জোরদার চলছে, এখন দেখার বিষয় এটাই যে বিগ বস ১৬-র প্রতিযোগী কারা হন?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan, Bigg Boss 16 Contestant List: সলমন খানের বিগ বস ১৬-র বড় চমক! ৭ প্রতিযোগীর নামের তালিকা ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল