TRENDING:

Salman Khan, Bigg Boss 16 Contestant List: সলমন খানের বিগ বস ১৬-র বড় চমক! ৭ প্রতিযোগীর নামের তালিকা ফাঁস

Last Updated:

Salman Khan, Bigg Boss 16 Contestant List: বিরাট বিরাট চমকে ভরা বিগ বস ১৬-র প্রতিযোগীদের তালিকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা বছর ধরে দর্শকেরা অপেক্ষা করেন বিগ বসের অপেক্ষায় কিন্তু কোনও তিন মাস ধরে লাগাতার বিনোদন, সলমন খানের সঙ্গে বিভিন্ন তারকা মহাতারকার সমাবেশ ৷ বিগ বসের ঘরের সেলিব্রিটিরা হলেন সব থেকে বড় আকর্ষণ কেননা ৷ এরই মাঝে ফের বিগ বস ১৬ এর সময় হয়ে গিয়েছে ৷ সবাই অপেক্ষা করছেন কখন তাঁদের প্রিয় শো আবার টিভিতে শুরু হবে ৷
বিগ বসের সেটে সলমন খান ৷ ফাইল ছবি ৷
বিগ বসের সেটে সলমন খান ৷ ফাইল ছবি ৷
advertisement

এই বিষয়টি নিয়েই আপাতত চর্চা ও তুমুল চর্চা শুরু হয়েছে ৷ নতুন সিজিন শুরু হওয়ার আগে প্রতিযোগীদের নিয়ে নানান ধরনের জল্পনা চলে ৷ এইবারও ব্যতিক্রম নয় ৷ টেলিভিশনের জনপ্রিয় চেহারাদের দেখতে পাওয়া যাবে বিগ বসের ঘরে ৷ জানতে পারা যাচ্ছে এইবার বিগ বস সঞ্চালনার জন্য সলমন খানের পারিশ্রমিক বেশ খানিকটা বৃদ্ধি করা হয়েছে ৷ সূত্রের খব বিগ বস অন এয়ার হতে চলেছে সেপ্টেম্বর বা অক্টোবরে ৷

advertisement

তবে প্রতিযোগীদের নিয়ে জল্পনা চলছেই ৷ টিভির সংস্কারী বউ দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম সব থেকে বেশি চর্চায় ৷ তবে প্রতি বছরই এই অভিনেত্রীর নাম শিরোনামে আসে ৷ কিন্তু যখনই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় তখনই উত্তর আসে না, আসলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা অত্যন্ত বেশি ৷ কঙ্গনা রানাওয়াতের রিয়্যালিটি শো লক আপ বিনয় মুনব্বর ফারুকির নাম বিগ বস ১৬-এর জন্য অত্যন্ত বেশি জল্পনায় আছে ৷

advertisement

আরও পড়ুন: Dobaaraa : অনুরাগ-তাপসীর 'দোবারা' কি স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর নকল? ট্রেলার দেখে অবাক নেটিজেন

তিনি রোহিত শেট্টির রিয়্যালিটি শোতে এবার অংশগ্রহণ করবেন ভেবেছিলেন, কোনও অন্য কারণে তা হয়নি সলমন খানের এই শো'তেই দেখতে পাওয়া যাবে ৷ উত্তরণ ধারাবাহিকের ইচ্ছার ভূমিকায় অভিনয় করেছেন টিনা দত্তের নামও খবরের শিরোনামে ৷ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন শিবেন নারঙ্গকে প্রস্তাব দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন:  Koffee With Karan: 'আলিয়া ভাট সবাইকে ডেট করছেন', কটাক্ষ করেছিলেন শাহরুখ খান

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

টিভির নাগিন অর্থাৎ সুরভি জ্যোতি বিগ বস ১৬ জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ৷ ইয়ে মহাব্বতের রমন ভল্লার চরিত্রে অভিনয় করেছেন করণ প্যাটেল বেশ কয়েকবার অতিথি হিসাবে এসেছেন ৷ ইস প্যায়ার কো কেয়া নাম দুঁর খুশি কুমারী চরিত্রে অভিনয় করেছিলেন সানায়া ইরানির নামও চর্চায় রয়েছে ৷ তবে চর্চা, জল্পনা জোরদার চলছে, এখন দেখার বিষয় এটাই যে বিগ বস ১৬-র প্রতিযোগী কারা হন?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan, Bigg Boss 16 Contestant List: সলমন খানের বিগ বস ১৬-র বড় চমক! ৭ প্রতিযোগীর নামের তালিকা ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল