মাথায় মুকুট পরে, কপালে চন্দন, লাল ওড়না এবং বেনারসি সাড়িতে অন্য লুকে রানু মণ্ডল৷ রানুর নানা মেকওভার হয়েছে৷ তবে এরম ভাবে তো কখনও তাকে দেখা যায়নি৷ তাহলে হল কী? এভাবে সেজে আবার প্রাণ খুলে গানও গাইলেন একটা ইন্টারনেট সেনসেশন!
আরও পড়ুন Siliguri News: এখন উত্তরবঙ্গে বেড়াতে গেলে পাবেন বাড়তি আকর্ষণ!
advertisement
এভাবে জাকজমকালো সাজে রানু মণ্ডলকে দেখা গিয়েছে বেশ কয়েকটি ভিডিওতে৷ প্রথমে তিনি পরেছিলেন একটি লাল ছোপ ছোপ ম্যাক্সি৷ সেই ম্যক্সি ছেড়ে তিনি পরলেন লাল টুকটুকে বেনারসি শাড়ি৷ সঙ্গে সুন্দর করে মেকআপ করা হল তার৷ একেবারে যে ভাবে বিয়ের কনেদের সাজানো হয়, সেইভাবেই রানুকেও সাজানো হল৷ বাদ গেল না কপালের চন্দনও৷ এমনকি মাথায় শোলার মুকুটও পরলেন রানাঘাটের রানু মণ্ডল৷ মেকআপ শেষ হতেই একেবারে বউয়ের সাজে নজরে এল ভাইরাল রানু৷ কিন্তু কেন এভাবে সাজলেন তিনি৷
রানু মণ্ডল মানেই সুরেলা কণ্ঠ৷ গান ছাড়া তো রানু হন না৷ তাই এই মেকআপেও তিনি গান গেয়ে মন ভরালেন সকলের৷ কখনও গাইলেন হিন্দি গান, ইয়ে কয়া হুয়া তো কখনও বাংলার টুম্পা শোনা রানুর কণ্ঠে৷ তবে কেন এই সাজ? এবার বোঝা গেল আসল কারণ৷ জয়িতা দাস নামে এক প্রসিদ্ধ মেকআপ আর্টস্ট গিয়েছেন রানুর বাড়িতে, রানুকে সাজাতে৷ সুন্দর করে, যত্ন নিয়ে তিনি অন্য রূপ তুলে ধরলেন রানু মণ্ডলের৷ পরিচিত রানু মণ্ডল যেন একেবারে অন্য রকম হয়ে উঠলেন৷