Siliguri News: এখন উত্তরবঙ্গে বেড়াতে গেলে পাবেন বাড়তি আকর্ষণ!

Last Updated:

সমস্ত জেলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি খাদ্য সামগ্রী থেকে শুরু করে পোশাক ও ঘর সাজানোর নানান জিনিস পত্রের সম্ভার নিয়ে হাজির এবারের সরস মেলায়।

শুরু হল ৫ম তম দার্জিলিং সরস মেলা খাদ্য সামগ্রী থেকে শুরু করে পোশাক মিলবে সবটাই 
শুরু হল ৫ম তম দার্জিলিং সরস মেলা খাদ্য সামগ্রী থেকে শুরু করে পোশাক মিলবে সবটাই 
#শিলিগুড়ি: শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা ময়দানে শুরু হল ৫ম তম দার্জিলিং সরস মেলা যা চলবে চলতি মাসের ১৭তারিখ পর্যন্ত। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য প্রতিবছর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা ময়দানে সরস মেলার আয়োজন করা হয়ে থাকে। যেখানে সারা রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি খাদ্য সামগ্রী থেকে শুরু করে পোশাক ও ঘর সাজানোর নানান জিনিস পত্রের সম্ভার নিয়ে উপস্থিত হন।
advertisement
সেই মত এবছরও ৫ম দার্জিলিং সরস মেলায় দার্জিলিং, মালদা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া থেকে শুরু করে দেশের অন্যান্য রাজ্য থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় উপস্থিত হয়েছে, এবছর সরস মেলায় প্রায় ৬০টির ওপর স্টল বসেছে। এদিন প্রদীপ জ্বালিয়ে মধ্যদিয়ে সরস মেলার উদ্বোধন করেন গ্রাম পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দার্জিলিং জেলা শাসক এস.পুলাম্বালাম, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য অতিথিরা।
advertisement
 
সরস মেলায় আসা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি সামগ্রী বিক্রি করে লাভ করবেন বলে আশাবাদী। মালদার এক ব্যবসায়ী জানান, মালদার আমসত্ত্ব মুড়ি আচার বিখ্যাত রস কদম সমস্ত কিছু নিয়েই তারা এবারে শিলিগুড়িতে এসেছেন। ২০১৮ সাল থেকেই তারা এই মেলাতে আসছেন। বিগত দু বছর কোভিডজনিত কারণে মেলাও হয়নি তাই তাদের আসা হয়নি তবে এ বছর এসে তারা অত্যন্ত খুশি এবং তারা আশাবাদী ভাল ব্যবসা করেই বাড়ি ফিরবে।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: এখন উত্তরবঙ্গে বেড়াতে গেলে পাবেন বাড়তি আকর্ষণ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement