TRENDING:

Viral Photo of Alia Bhatt And Ranbir Kapoor Wedding: সবাইকে তাজ্জব করে আগেভাগেই বিয়ে সারলেন রণবীর আলিয়া? ভাইরাল হল বিয়ের এই ছবি

Last Updated:

Alia Bhatt And Ranbir Kapoor Wedding: এপ্রিলের ১৭ তারিখে বিয়ে হওয়ার কথা এই তারকা যুগলের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিয়ের ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral Photo of Alia Bhatt And Ranbir Kapoor Wedding: সবাইকে বোকা বানিয়ে কি আগেভাগেই বিয়ে সেরে ফেললেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর? এপ্রিলের ১৭ তারিখে বিয়ে হওয়ার কথা এই তারকা যুগলের। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বিয়ের ছবি। আলিয়া এবং রণবীরের বিয়ের উত্সব শুরু হবে ১৪ এপ্রিল থেকে। ১৭ এপ্রিল বসবে বিয়ের আসর, এমনটাই জানিয়েছিল বেশ কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন। তবে Netflix India আগেভাগেই বিয়ের ছবি প্রকাশ করে ফেলে শোরগোল ফেলে দিয়েছে। বিয়ের একটি মিম প্রচণ্ড ভাইরাল। আলিয়া এবং রণবীরকে তাঁদের দু’টি পৃথক চলচ্চিত্র হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির বিয়ের দৃশ্যে দেখা গিয়েছে, কিন্তু এডিট করে তা জুড়ে দেওয়া হয়েছে।
advertisement

আরও পড়ুন- বিয়ের কোনও খবর ফাঁস নয়, বিশেষ এই চুক্তিতে সকলকে সই করিয়ে নিলেন রণবীর আলিয়া!

আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে তৈরি মিমের মধ্যে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ এবং ফটো রয়েছে যাতে এডিট করে দু’জনের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। বর এবং কনে হিসাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একটি এডিটেড ছবি শেয়ার করেছেন এক অনুরাগী।

advertisement

একজন অনুরাগী আবার সোশ্যাল মিডিয়ায় রণবীর এবং আলিয়ার এডিটেড ছবি ট্যুইট করে লিখেছেন, “এই সব এডিটিং ১৭ এপ্রিলের পরে বন্ধ হয়ে যাবে।” দম্পতির বিয়ের জন্য অনেকে আবার অভিনন্দনও জানিয়েছেন।

বিয়ের জ্বরে শুধু রণবীর আলিয়া কাবু নন, আচ্ছন্ন তাঁদের অনুরাগীরাও। হার্টথ্রব রণবীর কাপুরের অনুরাগীরা বিয়ের খবর শুনে ভাঙা মন নিয়ে সোশ্যালে বিলাপ করছেন। এমনই একজন ভক্ত শেহনাজ গিলের বিগ বস ১৩-এর সংলাপ ‘ক্যায়া করু ম্যায় মর যাউ’ শেয়ার করে ট্যুইট করেছেন, “আরও একজন ব্যাচেলর ফাঁদে পড়েছে..”

আরও পড়ুন- নিজের ব্যাচেলর ট্রিপ-এ কোন ৩ বলি তারকাকে চান রণবীর কাপুর? পড়ুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রণবীরের কাকা রণধীর কাপুর জানিয়েছেন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর মুম্বইতে আরকে পরিবারের বাড়িতেই বিয়ে করবেন। অন্যদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমাতে একসঙ্গে দেখা যাবে। সেপ্টেম্বরে মুক্তি পাবে এই চলচ্চিত্র। এটিই রণবীর এবং আলিয়ার প্রথম একসঙ্গে করা কোনও সিনেমা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Photo of Alia Bhatt And Ranbir Kapoor Wedding: সবাইকে তাজ্জব করে আগেভাগেই বিয়ে সারলেন রণবীর আলিয়া? ভাইরাল হল বিয়ের এই ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল