রইল বিক্রান্ত ও শীতলের বিয়ের ছবি:
আরও পড়ুন- গেহরাইয়া, চাকদা এক্সপ্রেসের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা, অনুষ্কারা?
এদিন দুপুরে তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। বিক্রান্ত আর শীতলকে (Vikrant Massey and Sheetal Thakur Wedding) নাচতে দেখা গিয়েছে ওই ভিডিওয়।
ভিডিওতে, বিক্রান্তকে দেখা গিয়েছে সাদা গেঞ্জি এবং পাজামায়। সারা গায়ে হলুদ তার। অন্যদিকে, শীতলকে দেখা গিয়েছে একটি উজ্জ্বল হলুদ লেহেঙ্গায়। মুখে হলুদের ছোঁয়া। জনপ্রিয় বলিউডি গান ‘দেশি গার্ল’-এ নাচতে দেখা গিয়েছে নবদম্পতিকে (Vikrant Massey and Sheetal Thakur Wedding)।
সূত্রের খবর, দু’জনেই খুব জাহির করে কাজ করতে পছন্দ করতেন না কিন্তু এতটা গোপনীয়তাও ছিল না এর আগে। বিক্রান্ত এবং শীতল ২০১৯ সালের নভেম্বর মাসেই একটি ঘরোয়া অনুষ্ঠানে বাগদান পর্বটি সেরে নিয়েছিলেন। ২০১৫ সাল থেকেই দু’জনে প্রেমের সম্পর্কে রয়েছেন।
ভ্যালেন্টাইন্স ডে-তেই অনলাইনে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে রেজিস্ট্রি করতে চলেছেন বিক্রান্ত ও শীতল। “বিক্রান্ত এবং শীতল ১৮ ফেব্রুয়ারি ভারসোভাতে তাঁদের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে করতে চলেছেন। কয়েকদিন আগেই এই তারিখটি ঠিক করেন তাঁরা। তাঁদের পরিবার অত্যন্ত খুশি,” জানিয়েছিল পিঙ্কভিলা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কোনও খবর নিশ্চিত করেননি।
আরও পড়ুন- বাবার বায়োপিকে মেয়ে! প্রকাশ পাডুকোনের জীবন নিয়ে সিনেমার পরিকল্পনা দীপিকার
বিক্রান্ত মাসসিকে আগামীতে সানিয়া মালহোত্রার সঙ্গে ‘লাভ হোস্টেল’ সিনেমায় দেখা যাবে। রোমান্টিক-ক্রাইম ঘরানার এই চলচ্চিত্রের ট্রেলারও মুক্তি পেয়েছে। বিক্রান্ত জানিয়েছিলেন, “লাভ হোস্টেল একটা অদ্ভুত সিনেমা। নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু শক্তির সঙ্গে এক দম্পতির লড়াই এবং রোম্যান্স। আমাদের কাস্টিং অনবদ্য এবং কলাকুশলীরাও অপূর্ব বলেই এই কঠিনতম সময়েও সিনেমাটি তৈরি করা সম্ভব হয়েছে।” লাভ হোস্টেল প্রযোজনা করেছেন গৌরী খান, মুন্দ্রা এবং ভার্মা। এটি ২৫ ফেব্রুয়ারি ZEE5-এ মুক্তি পাবে।