'লাইগার'-এর শ্যুট চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন বিজয়। বলিউডে হাতেখড়িতেই পর্দায় এমএমএ ফাইটার হিসেবে ধরা দিয়েছিেলন দক্ষিণের প্রথম সারির অভিনেতা। ছবিতে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কড়া প্রশিক্ষণও নিয়েছিলেন। আর তখনই কাঁধে চোট পেয়েছিলেন পর্দার অর্জুন রেড্ডি।
শারীরিক অসুস্থতা অতীত। পুরনো ছন্দে ফিরে খুশি বিজয়। । ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'আট মাস রিহ্যাবের পর আমার পিঠ প্রায় সেরে উঠেছে। আমার ভিতরের জন্তুটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। দীর্ঘ দিন ধরে সে খাঁচায় বন্দি ছিল।'
advertisement
বেশ অল্প সময়েই দক্ষিণে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন বিজয়। তরুণ অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক সফল ছবি। বলিউডের তাঁর অভিষেক নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু ভাবনার সঙ্গে বাস্তব মিল না। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল 'লাইগার'। বিজয়ও আলাদা করে দর্শকের মন জয়ে ব্যর্থ।
আরও পড়ুন: পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে
তবে ব্যর্থতার বিষাদ মলিন হয়েছে কাজের ব্যস্ততায়। শীঘ্রই মুক্তি পাবে বিজয়ের 'কুশি'। এই রোম্যান্টিক কমেডিতে সামান্থা প্রভুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা।