প্রথমে এই নিয়ে কোনও কথা না বললেও অবশেষে নিজের বক্তব্য জানালেন বিজয়। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "জনপ্রিয়তার সঙ্গেই অনেক সমস্যাও আসবে। এই নিয়ে কিছু বলার নেই। পুরো বিষয়টি আমার কাছে একটি অভিজ্ঞতা। আমাকে ডেকে পাঠানোর পর নিজের কর্তব্যটুকু করেছি। ওদের প্রশ্নের উত্তর দিয়েছি।"
ছবিতে অবৈধ বিনিয়োগের সন্দেহ করছে ইডি। এবং 'লাইগার' প্রযোজনায় কত টাকা ঢালা হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি।
advertisement
আরও পড়ুন: রিদা আর ইজা পরে মক্কায় শাহরুখ, হজের ভিড়ে বলিউড বাদশার ছবি ভাইরাল
আরও পড়ুন: 'আপনাকে দেখে লজ্জা করছে'! হৃতিকের কোন আচরণে বেজায় চটলেন অনুরাগীরা
বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল 'লাইগার'। গত মাসে জানা গিয়েছিল, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছিলেন ছবির ডিস্ট্রিবিউটাররা। পরিচালক রামগোপাল বর্মার ট্যুইট থেকে জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক দেওয়া হয়েছিল তখন।