TRENDING:

Vijay Deverakonda: কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন

Last Updated:

Vijay Deverakonda: এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা। বিশেষ উপহারে তাঁর ১০০ জন ভক্তকে পাঠালেন মানালিতে ছুটি কাটাতে। এই সফরের সব ব্যয়ই বহন করবেন তিনি। মানালির পথে উড়ানে বসে তাঁর উচ্ছ্বসিত ভক্তদের ভিডিও শেয়ার করেছেন তারকা। সেখানে দেখা যাচ্ছে অভিনেতার নামে হর্ষধ্বনি করছেন অনুরাগীরা। ভিডিও শেয়ার করে বিজয় লেখেন ভক্তদের আনন্দোচ্ছ্বল মুখ দেখে তাঁর খুবই ভাল লাগছে।
অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা
অনুরাগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন বিজয় দেবরাকোন্ডা
advertisement

গত বছর বড়দিনে নিজের বাছাই করা একশো ভক্তকে নিজের খরচে ঘুরতে পাঠাবেন বলে কথা দিয়েছিলেন বিজয়। তাঁর সেই প্রতিশ্রুতি পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পর সোশ্যাল মিডিয়াতেই চলে জায়গা বাছাই পর্ব এবং ফর্ম ফিল আপ। সেখান থেকেই তাঁর একশো ভক্তকে বেছে নেন অভিনেতা। নিজের এই অঙ্গীকার-উদ্যোগের নাম বিজয় দিয়েছিলেন 'দেবরাসান্টা'।

advertisement

আরও পড়ুন :  পিছু ছাড়ছেই না, তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে পাওয়া বিড়ালের নামকরণ করে দত্তকই নিলেন উদ্ধারকর্মী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত পাঁচ বছর ধরে এভাবেই ভক্তদের ইচ্ছেপূরণ করছেন এই তারকা। তাঁর কীর্তিতে অভিভূত সোশ্যাল মিডিয়াও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda: কথা রাখলেন বিজয় দেবরাকোন্ডা, নিজের খরচে ১০০ জন অনুরাগীকে মানালিতে ছুটি কাটাতে পাঠালেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল