ইডি এর আগেই ছবির পরিচালক এবং প্রযোজকদের তলব করেছিল একই মামলায়। 'লাইগার' ছবি বানানোর সময়ে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর নিয়মবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। আর সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যেই তলব করা হয়েছিল পুরী জগন্নাথ এবং চারমি-কে।
আরও পড়ুন: লাইগার-এর পরিচালকের বাড়ির বাইরে ধর্নার হুমকি! টাকা ফেরতের দাবিতে মুখ খললেন পুরী
advertisement
ছবিতে বৈধ বিনিয়োগের সন্দেহ করছে ইডি। এবং 'লাইগার' প্রযোজনায় কত টাকা ঢালা হয়েছিল, কোথা থেকে টাকা এসেছিল, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে ইডি।
আরও পড়ুন: এখানে আসতে চাইনি, তাও...! 'লাইগার'-এর ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল বিজয়ের
বিজয়, অনন্যা পাণ্ডে এবং আমেরিকার প্রাক্তন বক্সার মাইক টাইসন অভিনীত ছবিটি দেখতে প্রেক্ষাগৃহ ভরাননি দর্শক। কেবল 'ফ্লপ' তকমা নয়, আরও বিপজ্জনক পরিস্থিতির শিকার 'লাইগার'।
গত মাসে জানা গিয়েছিল, টাকা ফেরতের দাবিতে বিক্ষোভমুখী হয়ে উঠেছিলেন ছবির ডিস্ট্রিবিউটাররা। পরিচালক রামগোপাল বর্মার ট্যুইট থেকে জানা যায়, বলিপাড়ার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হয়েছিল, যেখানে পুরীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। ছবি ফ্লপ করার পর ক্ষতিপূরণ হিসেবে টাকা ফেরত দেওয়ার দাবিতে ধর্না বসানোর ডাক দেওয়া হয়েছিল তখন।
