TRENDING:

12th Fail Shoot: শ্যুটিং দেখতে সেটে হাজির বিক্রান্তের কয়েক হাজার ভক্ত, চমকে গিয়েছিলেন বিধু বিনোদ চোপড়াও! ফাঁস তাঁদের কথোপকথন

Last Updated:

12th Fail Shoot: একেবারে চরিত্রের গভীরে প্রবেশ করে যেন পুরো বিষয়টাকে জীবন্ত করে তুলেছিলেন। ফলে এখন যেন দেশের প্রতিটি ঘরেরই ছেলে হয়ে উঠেছেন বিক্রান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় সিনে দুনিয়ায় নিঃসন্দেহে অন্যতম দক্ষ এবং বলিষ্ঠ অভিনেতা বিক্রান্ত মাসে। বিগত কয়েক বছর ধরে ভক্তদের একের পর এক দুর্দান্ত উপহার দিয়ে গিয়েছেন বহুমুখী প্রতিভাশালী ওই অভিনেতা। গত বছরই মুক্তি পেয়েছে তাঁর ছবি 12th Fail। বিধু বিনোদ চোপড়া পরিচালিত বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবিতে মনোজ শর্মার চরিত্রে অভিনয়ের জোরে লক্ষ লক্ষ ভক্তদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন।
advertisement

প্রতিটি ক্ষেত্র থেকে বিক্রান্ত ভক্তদের ভালবাসা পেয়েছেন। ওই ছবিতে তাঁর ট্রান্সফরমেশনের দেখে হতবাক ভক্তরাও। একেবারে চরিত্রের গভীরে প্রবেশ করে যেন পুরো বিষয়টাকে জীবন্ত করে তুলেছিলেন। ফলে এখন যেন দেশের প্রতিটি ঘরেরই ছেলে হয়ে উঠেছেন বিক্রান্ত।

আরও পড়ুন-         ছোটবেলায় গান ছিল অপছন্দ, তিনিই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ‘উস্তাদ’! ফিরে দেখা ‘রাশিদ খান’-এর বর্ণময় জীবন

advertisement

তবে 12th Fail-এর আগেই অবশ্য খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। তাঁর ভক্তদের বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন 12th Fail ছবির কলাকুশলীদের মধ্যে একজন। ওই ছবির সেটের একঝলক ভাগ করে নিয়ে তিনি একটা কথোপকথন তুলে ধরেছেন। ওই কথোপকথনটা অনেকটা এই রকম…

ভিভিসি – “ইয়ার মুঝে লাগা তুঝে পিকচার মে লুঙ্গা তো আরাম সে মুখার্জি নগর মে শ্যুট কর লুঙ্গা। লেকিন তু তো সালা স্টার নিকলা ইয়ার! (আমার মনে হয়েছিল যে, তোমায় কাস্ট করলে মুখার্জি নগরেই শ্যুট করে নেওয়া যাবে, কোনও বাধাবিপত্তি ছাড়াই। কিন্তু তুমি তো আসলেই তারকা।)”

advertisement

আরও পড়ুন-        শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা থেকে বলিউড! ছক ভাঙতেন উস্তাদ রাশিদ খান, সুরে সুরেই অমলিন থাকবে তাঁর ম্যাজিক

কলাকুশলী দলের সদস্যের বক্তব্য, “আসলে এই ছবির শ্যুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। বিধু বিনোদ চোপড়া ভেবেছিলেন যে, শ্যুটিং করতে গিয়ে কোনও রকম বেগ পেতে হবে না। অথচ শ্যুটিংয়ের প্রথম দিনেই তাঁর এই ভুল ধারণা ভেঙে যায়। আর ভিড় সরাতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছিলেন টিমের সকলে। পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য এগিয়ে যান ফার্স্ট এডি। তিনি ভিড়টাকে এমন ভাবে নৈপুণ্যের সঙ্গে পরিচালনা করেন যে, ওই শটটাই পরে ছবিতে ব্যবহার করা হয়েছিল।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

বলাই বাহুল্য, বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে 12th Fail। প্রেক্ষাগৃহে ২ মাসেরও বেশি সময় ধরে চলেছে এবং বক্স অফিস সংগ্রহ ৮০ কোটি টাকারও বেশি। প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পরে ছবিটির ডিজিটাল রিলিজ হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে দুর্দান্ত সাফল্য পেয়েছে 12th Fail। এমনকী ওপেনহাইমার এবং বার্বি-র মতো হলিউডের বড় বড় ছবিগুলিকেও পিছনে ফেলে দিয়েছে। শীর্ষ প্ল্যাটফর্ম আইএমডিবি-তে গত বছরের ছবির আইএমডিবি-র গ্লোবাল রেটিংয়ের তালিকায় ১ নম্বর স্থানে উঠে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
12th Fail Shoot: শ্যুটিং দেখতে সেটে হাজির বিক্রান্তের কয়েক হাজার ভক্ত, চমকে গিয়েছিলেন বিধু বিনোদ চোপড়াও! ফাঁস তাঁদের কথোপকথন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল