বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা লাল লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ (Vicky Kaushal-Katrina Kaif Wedding) । ভিকি সেজেছেন ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে। একটি ছবিতে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে দুই তারকা। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বাজির আলোয় ঝলমল করছে গোটা দুর্গ। নীচে অতিথিদের ভিড়।
সিক্স সেন্স রিসর্ট, ফোর্ট বারওয়ারা-র (Six Senses Resort, Fort Barwara) লনে দুপুর ৩ টে থেকে হলুদ, কমলা, গোলাপি পর্দা দিয়ে সাজানো হয় কাচের বিবাহ মণ্ডপ৷ সাতটি সাদা ঘোড়ায় টানা গাড়িতে চড়ে বিয়ে করতে আসেন ভিকি৷ ক্যাটরিনা ছাদনাতলায় পৌঁছন কাচের কাজ করা পাল্কিতে। ফুল দিয়ে সাজানো হয়েছিল পাল্কি। রীতি মেনেই হয় ‘সাত ফেরে’, বা সাতপাকে ঘোরা, ক্যাটরিনাকে মঙ্গলসূত্র পরিয়ে দেন ভিকি ৷ রাত ৮ টা থেকে চলবে পার্টি ও অতিথি আপ্যায়ন৷ মঙ্গলবার ছিল মেহেন্দি অনুষ্ঠান, বুধবার গায়ে হলুদ আর সঙ্গিত। বিয়ের আগে হয় ভিকির 'সেহরাবন্দি'!
আরও পড়ুন:বিয়ের খরচের ৭৫ শতাংশ-ই বহন করছেন ক্যাটরিনা, ভিকি দিচ্ছেন নামমাত্র
এত 'গোপন' বিয়ে বলিটাউন বোধহয় খুব কম-ই দেখেছে! বিয়েতে হাজির থাকছেন ভিকি-ক্যাটরিনার খুব ঘনিষ্ঠরাই। কবীর খান, মিনি মাথুর, অঙ্গদ বেদি, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, গুরদাস মান, সিমরন কউর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিয়ের আসরে৷ শোনা যাচ্ছে ক্যাটরিনার ঘনিষ্ঠ বান্ধবী অনুষ্কা শর্মাও আসবেন ৷ আসার কথা আছে অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারেরও৷ তবে বিয়েতে নেমন্তন্ন পাননি প্রাক্তন প্রেমি সলমন খান! গতকাল মুম্বই এয়ারপোর্তে সল্লু মিঞাকে দেখা গিয়েছিল, কিন্তু তিনি জয়পুর নয়, যাচ্ছিলেন রিয়াধ, Da-Bangg ট্যুরে।
আরও পড়ুন:মলদ্বীপে যাচ্ছেন না ভি-ক্যাট! হানিমুনের কোনও পরিকল্পনাই নাকি নেই নবদম্পতির
সোয়াই মাধোপুর জেলার ‘জনতা যোধপুর সুইট হোম’ বরাত পেয়েছে বিয়েবাড়িতে গুজরাতি ও রাজস্থানি মিষ্টি পৌঁছে দেওয়ার (local Rajasthani sweets)৷ সঙ্গীত ও হলদি অনুষ্ঠানে ইতিমধ্যেই তারা পাঠিয়েছে ১০ রকম মিষ্টান্ন৷ এই দোকান থেকে বিয়েবাড়িতে পৌঁছেছে ৮০ কেজি ওজনের বিভিন্ন স্বাদের মিষ্টি৷ তার মধ্যে ছিল ‘মুগডালের বরফি’, ‘গুজরাতি বখলায়া’, ‘কাজু পান’ এবং ‘চকো বাইট’ (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বৃহস্পতিবার মিষ্টিান্ন ছাড়াও বিয়েবাড়িতে এই দোকান থেকে যাবে ১০০ রকমের সমোসা ও ধোকলা৷
বিয়ের মেনুতে স্থানীয় স্বাদের মধ্যে থাকছে কচৌরি, দহি ভল্লা এবং চাট ও কাবাব৷ থাকবে রাজস্থানি খাবার-ও (Vicky Kaushal and Katrina Kaif wedding)। বাদ যাবে না উত্তর ভারতের কাবাব ও মাছের পদ। ইতালীয় শ্যেফ তৈরি করছেন ৫ স্তর বিশিষ্ট নীলসাদা রঙের বিয়ের কেক যার পোশাকি নাম টিফ্যানি ওয়েডিং কেক৷
ঐতিহ্যবাহী রাজস্থানি খাবারের মধ্যে থাকছে ডাল বাটি চুরমা৷ সেই ডাল আবার হবে ১৫ রকমের আলাদা স্বাদের (Vicky Kaushal and Katrina Kaif wedding)৷ বিয়েবাড়ি জুড়ে থাকবে পান, ফুচকা এবং অন্যান্য ভারতীয় স্বাদের খাবারের স্টল৷
