জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাত্কারে ‘উরি’ অভিনেতা জানান,‘‘আমি ছবিটির স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলাম। ওই দৃশ্যটা দেখার পর আমি ক্যাটরিনাকে বললাম আমি তোমার সঙ্গে আর ঝগড়া করব না। আমি চাই না তুমি আমাকে এইভাবে তোয়ালে পরে মার।’’
আরও পড়ুন: ‘আমি শো ছেড়ে চলে যাব’, কফি উইথ করণে এসে কি ফের ঝামেলা বাঁধল করণ-কাজলের? আসল সত্যি জেনে নিন
advertisement
ভিকি জানান, স্ত্রীর জন্য তিনি গর্বিত। তাঁর অভিনয়ে তিনি মুগ্ধ। ভিকি বলেন,‘‘অসাধারণ ভাবে পুরো দৃশ্য ফুটিয়ে তুলেছে ও।’’ অ্যাকশনে যে ক্যাটরিনা অন্যতম সেরা, তা গর্ব করে বলেছেন ভিকি।
ক্যাটরিনাকে তিনি বলেন,‘‘তুমি সম্ভবত বলিউডের অভিনেত্রীদের মধ্যে অ্যাকশনে সেরা’’। ছবির ওই দৃশ্যে অভিনয় করতে যে বেশ বেগ পেতে হয়েছিল তা নিজেই এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন ক্যাট। অভিনেত্রী জানিয়েছিলেন,‘‘ভারতীয় সিনেমায় দুই নারীর এমন অ্যাকশন দৃশ্য এখনও সম্ভবত হয়নি।’’
