Kajol-Karan Johar: ‘আমি শো ছেড়ে চলে যাব’, কফি উইথ করণে এসে কি ফের ঝামেলা বাঁধল করণ-কাজলের? আসল সত্যি জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
করণের শো-তে অতিথি হয়ে এলেন রানি মুখার্জ্জি এবং কাজল। কিন্তু শো চলাকালীন কী এমন হল যে ছেড়ে চলে যেতে চাইলেন কাজল।
পরিচালকের বিখ্যাত চ্যাট শো কফি উইথ করণ সিজন ৮- শুরু হয়ে গিয়েছে। শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই শো। এবার করণের শো-তে অতিথি হয়ে এলেন রানি মুখার্জ্জি এবং কাজল। কিন্তু শো চলাকালীন কী এমন হল যে ছেড়ে চলে যেতে চাইলেন কাজল।
রানি এবং কাজলের বহু বছরের পুরনো বন্ধুত্ব। করণের পরিচালনায় বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন রানি এবং কাজল। তবে করণ এবং কাজলের বন্ধুত্ব মোটেই মসৃণ ভাবে চলেনি। ২০১৬ নাগাদ দুজনের সম্পর্কের এতটাই খারাপ পর্যায়ে পৌঁছায় যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। তবে এখন যদিও সেই ঝামেলা অতীত।
advertisement
advertisement
বহুবছর পর করণের শো-তে আবার একসঙ্গে ফিরে এসেছেন মুখার্জ্জি বাড়ির দুই কন্যা, রানি এবং কাজল। দুই বোনই কফি উইথ করণ সিজন ৮-এ এসে বেশ মজাই করছেন তা বোঝা স্পষ্ট। শো ছেড়ে চলে যাওয়ার কথাও যে মজা করেই বলা তা ভিডিও থেকেই স্পষ্ট।
ভিডিওতে কাজলকে বলতে শোনা গিয়েছে,‘‘আর নিতে পারছি না।’’ খানিকটা রাগের ভান করে বলেন কাজল। সেইসঙ্গে সোফা ছেড়ে উঠেও পড়েন। ‘‘এবার আমি সোজা বেরিয়ে যাব’’, বলেন কাজল। ঠিক তারপরেই অভিনেত্রীকে বলতে শোনা যায়,‘‘কাট’’।
advertisement
রানি এবং কাজল দুজনেই করণের সঙ্গে কফি উইথ করণে এসে জমিয়ে খুনসুটি করেছেন। করণও বেশ মজা করেছেন দুই বোনের সঙ্গে। আশা করা যায়, করণ-কাজলের মনোমালিন্যের কোনও কারণ তৈরি হয়নি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 7:29 PM IST

