সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি ইন্টারভিউতে নিজে মুখেই একথা জানিয়েছেন বরুন।
বরুন বলেন,‘‘প্রথম এক মাস আমি ইচ্ছে করেই ওর সঙ্গে কথা বলিনি। সেটে বাকি সবার সঙ্গেই বলেছি, শুধু জাহ্নবী ছাড়া। কারণ আমার মনে হয়েছিল এটা আমাদের পর্দায় ওই ধরনের দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে সাহায্য করবে।’’
আরও পড়ুন: রণবীরের ঠাকুমা বলিউডের একদা নামী অভিনেত্রী! ফাঁস হল সিং পরিবারের ইতিহাস
advertisement
কিন্তু জাহ্নবীর এই ক্ষেত্রে কেমন প্রতিক্রিয়া ছিল? বরুন বলেন,‘‘প্রায় ২০ দিন পর আমি ওকে পুরো ব্যাপারটা বলি। তখন ও বুঝতে পারে। নাহলে ও আমায় ভুল বুঝতো।’’ খানিকটা ইচ্ছে করে করা এই সিদ্ধান্ত পরে দৃশ্যায়নের সময় বরুন এবং জাহ্নবীকে সাহায্য করেছিল, একথা মেনে নিলেন বরুন। কথা না বলার এই সিদ্ধান্তে ছবির ডিরেক্টর নীতেশ তিওয়ারি পাশে ছিলেন। এই ছবিতে একেবারে অন্যরূপে দেখা যাবে বরুন ধাওয়ানকে।
এই ছবিতে বরুনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। ছবির গল্পের অনুযায়ী ধীরে ধীরে স্বামী-স্ত্রী একে অপরকে চিনতে শুরু করে। আবার বরুন আর জাহ্নবীও নিজেদের ধীরে ধীরে চিনেছেন।