Ranveer Singh: রণবীরের ঠাকুমা বলিউডের একদা নামী অভিনেত্রী! ফাঁস হল সিং পরিবারের ইতিহাস
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
রণবীর সিং কি ফিল্মি পরিবারের সন্তান? অনেকেই মনে করেন রণবীরের পরিবারের সঙ্গে সিনেমা জগতের কোনও সম্পর্কই নেই৷ তবে একথা কিন্তু মোটেই ঠিক নয়৷
‘নেপোটিজম’ বা স্বজনপোষণ, সিনেপ্রেমীরা সকলেই এই শব্দটির সঙ্গে বর্তমানে পরিচিত। করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াতের ঝামেলার পর থেকেই আলোচনা বেড়েছে এই শব্দটিকে ঘিরে। বলিউডের বহু অভিনেতাই তারকা সন্তান, কিংবা কোনও না কোনওভাবে তারকা পরিবারের সঙ্গে যুক্ত। তবে তারকা সন্তানদের পাশাপাশি একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে অভিনয়ের জেরে রাতারাতি তারকা হয়েছেন এমন নজিরও কম নেই৷ রণবীর সিং কি ফিল্মি পরিবারের সন্তান? অনেকেই মনে করেন রণবীরের পরিবারের সঙ্গে সিনেমা জগতের কোনও সম্পর্কই নেই৷ তবে একথা কিন্তু মোটেই ঠিক নয়৷
বিভিন্ন সাক্ষাৎকারে রণবীর বহুবার দাবি করেছেন যে তাঁর পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত নয়। তবে তাঁর সঙ্গে সোনম কাপুর বা অনিল কাপুরদের পরিবারের যে একটি আত্মীয়তা আছে তা ইতিমধ্যেই অনেকে জানেন। কিন্তু রণবীরের ঠাকুমা ছিলেন অভিনেত্রী, একথা জানেন কি?
advertisement
advertisement
রণবীরের ঠাকুমা চাঁদ বুরকে ছিলেন অভিনেত্রী৷ রাজ কাপুরের ‘বুট পলিশ’ ছবিতে প্রথমবার হিন্দি ছবিতে অভিনয় করেন চাঁদ বুরকে৷ তবে তাঁর অভিনয় জীবনের শুরু হয় আরও আগে৷ লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তিনি৷ পরে বহু পঞ্জাবি ছবিতেও কাজ করেন৷
অভিনেত্রী চাঁদ বুরকের প্রথম স্বামী ছিলেন ফিল্ম-রাইটার নিরঞ্জন৷ তবে ১৯৫৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়৷ এরপর ১৯৫৭ সালে তিনি সুন্দর সিং ভাবনানিকে বিয়ে করেন৷ সুন্দর সিং ভাবনানিই হলেন রণবীরের দাদু৷ চাঁদ বুরকে এবং সুন্দর সিং ভাবনানির দুই সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে৷ তাঁদের ছেলে জগজিৎ সিং হলেন রণবীরের বাবা৷ অভিনেত্রী চাঁদ বুরকে চেয়েছিলেন তাঁর ছেলে অভিনেতা হোক৷ ছেলে না হলেও নাতি তাঁর স্বপ্ন পূরণ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 6:47 PM IST