বিগত বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রাশিদ খান। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি৷ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু তারই মধ্যে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ মঙ্গলবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। তখনই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে৷ অক্সিজেন সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকাহত সঙ্গীত তথা বিনোদন জগৎ।
advertisement
আরও পড়ুন: মাত্র ২৯-এ সব শেষ! স্ত্রী, মেয়েকে রেখে স্তব্ধ হয় ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ
আরও পড়ুন: মেকআপ ছাড়াই মুখের ছবি পোস্ট! ফুটে উঠল দাগছোপ, দ্বিধা ছাড়াই অন্য রূপে শুভশ্রী
সঙ্গীত জগতে উস্তাদ রাশিদ খানের অবদান কতখানি, তা নতুন করে বলে দিতে হয় না। সকলের অন্তরেই যেন তাঁর কণ্ঠ আর গানের বাস। পদ্মশ্রী, বঙ্গ ভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমির মতো পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এমন এক শিল্পীর অকালে প্রয়ানে স্তব্ধ সকলেই।