Indian Idol 2 Winner Sandeep Acharya: মাত্র ২৯-এ সব শেষ! স্ত্রী, মেয়েকে রেখে স্তব্ধ হয় ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ

Last Updated:
Indian Idol 2 Winner Sandeep Acharya: ১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকানেরে জন্মেছিলেন সন্দীপ। শৈশব থেকেই গায়ক হওয়ার স্বপ্ন লালন করেন।
1/9
সাল ২০০৫। ইন্ডিয়ান আউডলের দ্বিতীয় সিজন। সেই প্রতিযোগিতায় জয়ীর শিরোপা পান সন্দীপ আচার্য। তাঁর উত্থান ছিল রূপকথার মতোই। কেরিয়ারের শুরুতেই পান অগাধ সাফল্য।
সাল ২০০৫। ইন্ডিয়ান আউডলের দ্বিতীয় সিজন। সেই প্রতিযোগিতায় জয়ীর শিরোপা পান সন্দীপ আচার্য। তাঁর উত্থান ছিল রূপকথার মতোই। কেরিয়ারের শুরুতেই পান অগাধ সাফল্য।
advertisement
2/9
ইন্ডিয়ান আইডলে বিজয়ী হয়ে পুরস্কার হিসাবে পেয়েছিলেন নামী কোম্পানির সঙ্গে এক কোটি টাকার চুক্তি।শুধু তাই নয়, দামি গাড়িও এসেছিল সন্দীপের ঝুলিতে।
ইন্ডিয়ান আইডলে বিজয়ী হয়ে পুরস্কার হিসাবে পেয়েছিলেন নামী কোম্পানির সঙ্গে এক কোটি টাকার চুক্তি।শুধু তাই নয়, দামি গাড়িও এসেছিল সন্দীপের ঝুলিতে।
advertisement
3/9
স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে যান সন্দীপ। জেতার পরেই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম 'মেরে সাথ সারা জহাঁ'।
স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে যান সন্দীপ। জেতার পরেই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম 'মেরে সাথ সারা জহাঁ'।
advertisement
4/9
১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকানেরে জন্মেছিলেন সন্দীপ। শৈশব থেকেই গায়ক হওয়ার স্বপ্ন লালন করেন। সেই যাত্রার শুরুটাও ছিল আশা জাগানো।
১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকানেরে জন্মেছিলেন সন্দীপ। শৈশব থেকেই গায়ক হওয়ার স্বপ্ন লালন করেন। সেই যাত্রার শুরুটাও ছিল আশা জাগানো।
advertisement
5/9
ইন্ডিয়ান আইডল জেতার পরে থেমে থাকেননি সন্দীপ। তার পরেও একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। নিউ জার্সিতে বলিউড মিউজিক অ্যাওয়ার্ডও পান। কিন্তু খুব অল্প বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হয় প্রতিশ্রুতিমান গায়ককে।
ইন্ডিয়ান আইডল জেতার পরে থেমে থাকেননি সন্দীপ। তার পরেও একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। নিউ জার্সিতে বলিউড মিউজিক অ্যাওয়ার্ডও পান। কিন্তু খুব অল্প বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হয় প্রতিশ্রুতিমান গায়ককে।
advertisement
6/9
গায়ক হিসাবে বলিউডে বিশেষ সাড়া জাগাতে পারেননি সন্দীপ। ইঁদুর দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েন।
গায়ক হিসাবে বলিউডে বিশেষ সাড়া জাগাতে পারেননি সন্দীপ। ইঁদুর দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েন।
advertisement
7/9
২০১৩ সালে ১৫ ডিসেম্বর জন্ডিসে প্রয়াত হন সন্দীপ। বিকানেরে একটি বিয়েবাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন।
২০১৩ সালে ১৫ ডিসেম্বর জন্ডিসে প্রয়াত হন সন্দীপ। বিকানেরে একটি বিয়েবাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন।
advertisement
8/9
সন্দীপের অবস্থার অবনতি হলে তড়িঘড়ি গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও মাত্র ২৯-এই জীবনযুদ্ধে হেরে যান সন্দীপ।
সন্দীপের অবস্থার অবনতি হলে তড়িঘড়ি গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও মাত্র ২৯-এই জীবনযুদ্ধে হেরে যান সন্দীপ।
advertisement
9/9
সন্দীপের মৃত্যুর কিছু দিন আগেই তাঁর মেয়ের পৃথিবীতে আসে। স্ত্রী এবং সন্তানকে রেখে অকালেই চলে যান তরুণ গায়ক।
সন্দীপের মৃত্যুর কিছু দিন আগেই তাঁর মেয়ের পৃথিবীতে আসে। স্ত্রী এবং সন্তানকে রেখে অকালেই চলে যান তরুণ গায়ক।
advertisement
advertisement
advertisement