অনুশ্রীর ভূৃমিকায় ঊষসী রায়। এই প্রথম পর্দায় গোয়েন্দা চরিত্রে অভিনয়। চেনা ছক ভেঙে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। তবে কি এই পরিবর্তন দিয়েই নতুন অধ্যায়ের সূচনা? ঊষসীর উত্তর, “এটাকে আমার জীবনের নতুন অধ্যায় বলা চলে কি না জানি না। সেটা দর্শকই ঠিক করবেন। তবে আমার গোয়েন্দা চরিত্রে অভিনয় করার ইচ্ছা অনেক দিনের। হইচই আর অর্কদীপদা-র হাত ধরে সেই ইচ্ছাপূরণ হল।”
advertisement
পর্দায় গোয়েন্দাগিরি ইতিমধ্যেই সারা। কিন্তু পর্দার বাইরে? কখনও কি ঊষসীকে গোয়েন্দা হয়ে উঠতে হয়েছে? কিছুটা রহস্য বজায় রেখেই ঊষসী বললেন, “বাস্তবে গোয়েন্দাগিরি করেছি কি না, সেটা না হয় না বলাই থাক। তবে গোয়েন্দাগিরি করতে হয় তবে ভাল কোনও কারণে করব। বিশেষ করে কোনও শিশুকে বিপদে দেখলে গোয়েন্দাগিরি করতে কোনও কার্পণ্য করব না। কারণ আমি বাচ্চাদের খুব ভালবাসি।”
আরও পড়ুন: মোটা চেহারাই তুরুপের তাস! পরিচালকের সঙ্গে ঝগড়া করে অভিনয়ের সুযোগ আদায় করেই বাজিমাত সীমার
আরও পড়ুন: ‘আমার নগ্ন ভিডিও ৪৭ লাখে বিক্রি করে’, প্রাক্তন আদিলের বিরুদ্ধে নয়া অভিযোগ রাখির
ইদানীং টলিউডে গোয়েন্দার ছড়াছড়ি। ব্যোমকেশ হোক বা ফেলুদা, এমনকী হালেফিলের একেন, সারা বছর জুড়েই রহস্য উদঘাটনের হিড়িক। কিন্তু তালিকায় যিনি নিছকই নতুন, তাঁর পছন্দ কে? এই উত্তর দিতে খানিক সময় নিলেন ঊষসী। কিছুটা ভেবে তাঁর উত্তর, “আসলে কাকে ছেড়ে কার কথা বলি! সবাই এত ভাল, এত সুদর্শন। তবে একজনকে বেছে নিতে হলে সব্যসাচী চক্রবর্তীকেই বেছে নেব। ওঁর অভিনীত ফেলুদা দেখেই বড় হয়েছি। তাই আলাদা একটা আবেগ জড়িয়ে আছে।”