Bollywood Actress: মোটা চেহারাই তুরুপের তাস! পরিচালকের সঙ্গে ঝগড়া করে অভিনয়ের সুযোগ আদায় করেই বাজিমাত সীমার
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bollywood Actress: মুম্বই থিয়েটারের এই প্রতিভাবান অভিনেত্রীর বলিউডে নিজের জায়গা করে নিতে সময় লেগে গেল বেশ অনেকটাই
এই তো গত বছরের কথা। রাতারাতি খ্যাতির শিখর ছুঁয়ে ঘুরে বেড়াচ্ছেন আলিয়া ভাট, পা তাঁর মেঘের উপরে। মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। সবাই ছবিতে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ওই ছবিতেই এমন একজনও ছিলেন, যাঁকে দেখলেই শিরদাঁড়া দিয়ে নেমে যায় হিমেল স্রোত, রাগে, ঘৃণায় গা রি-রি করে। ছবিতে প্রথম আবির্ভাবের মুহূর্তেই যখন গাঙ্গুর দিকে কালি পড়া ফোলা চোখ আর শীতল হাসি নিয়ে তাকায় শীলা মাসি, দর্শকের বুক কেঁপে ওঠে। সীমা পাহওয়া যদি না থাকতেন ছবিতে, গাঙ্গুর অত্যাচারের মাত্রা হয়তো অতটা তীব্র হত না ।
অথচ, মুম্বই থিয়েটারের এই প্রতিভাবান অভিনেত্রীর বলিউডে নিজের জায়গা করে নিতে সময় লেগে গেল বেশ অনেকটাই! হ্যাঁ, দূরদর্শনের ‘হম লোগ’ ধারাবাহিকে বড়কি চরিত্রে অভিনয় করে লোকের ঘরে ঘরে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু বলিউডের পর্দায় নিয়মিত কাজের জন্য এসে থামতে হয়েছিল ২০১৫ সালে। তাও সেই কাজ স্বতস্ফূর্ত ভাবে আসেনি, আদায় করতে হয়েছিল জোর করে।
advertisement
advertisement
সেই সময়ে শরদ কাটারিয়া বানাচ্ছেন ‘দম লাগা কে হেঁইসা’। এই ছবি এত দিনে অনেকেই দেখে ফেলেছেন। এক আকর্ষণীয় যুবক আর তার মোটা বউয়ের গল্প। নায়িকার চরিত্রে বেছে নেওয়া হয়েছিল ভূমি পেডনেকরকে। ওজন বাড়িয়েছিলেন তিনি। তবে, আজন্ম মোটা তিনি নন, ফলে, এমন এক মানুষের হাবভাব কেমন হবে, তা দেখানোর জন্য, ওয়ার্কশপের জন্য ডাক পড়ল সীমার।
advertisement
এবারেই পরিচালকের সঙ্গে তর্ক শুরু হয়। সিনেমায় ভূমির মায়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সীমা। কিন্তু পরিচালক রাজি হননি। সীমা যুক্তি দেন, এক্ষেত্রে জেনেরিক ওবেসিটি সব চেয়ে ভাল বিষয়-মায়ের কাছ থেকে মেয়েও পেয়েছে। বিস্তর কথা কাটাকাটির পরে অবশেষে শরদ রাজি হন, ছবিতে সীমা তাঁর পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
এর পর বাকিটা ইতিহাস। ১৪ কোটির ছবি বক্স অফিসে এনে দিয়েছিল ১১৩ কোটি। আর সীমাও নিয়মিত কাজ পেতে শুরু করেন বলিউডে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2023 11:59 AM IST







