TRENDING:

Sohini Banerjee: পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ? সুস্মিতার 'কাণ্ড'-এ অবাক নন 'উড়ন তুবড়ি'

Last Updated:

সোহিনী জানালেন, সুস্মিতা নিজে সেই পোস্টে অদ্ভুত কিছু মন্তব্য় করেছেন, কিন্তু পরে সেগুলি মুছে দেন নিজেই। তবে তার আগেই নায়িকা মন্তব্য়গুলির ছবি তুলে রেখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ খুললেন 'উড়ন তুবড়ি'-র নায়িকা সোহিনী বন্দ্য়োপাধ্য়ায়। মডেল সুস্মিতা পালের অভিযোগকে নস্য়াৎ করলেন তিনি। তাঁর স্বামী সন্দীপন পারিযালের সঙ্গে 'পরকীয়া'র অভিযোগ তুলছিলেন মডেল। সেই প্রসঙ্গে নিউজ18 বাংলার সঙ্গে সরাসরি কথা বললেন সোহিনী।
advertisement

নায়িকার প্রশ্ন, ''পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ বুঝি? সন্দীপন আমার খুব ভাল বন্ধু। শুধু আমি আর সন্দীপন না, আমাদের সঙ্গে আমার প্রেমিকও (জয়সূর্য গুপ্ত) সঙ্গে থাকে। আমরা তিন জনে নানা জায়গায় খেতে যাই, আড্ডা মারতে যাই। এমনকি সন্দীপন আমার বাড়িতেও এসেছে। বাকি বন্ধুদের মতোই। ছবিও দিই আমি। তা নিয়ে অনেক সমস্য়া করেছিল সুস্মিতা। সন্দীপনের কথায় তাই আমি ছবি মুছেও দিয়েছি।''

advertisement

সোহিনী জানালেন, তিনি সুস্মিতার 'কাণ্ড'-এ অবাক নন। আমি, আমার প্রেমিক এবং সন্দীপন কেবল এটুকুই বলছিলাম, ''এত দূর গেল ও?'' ব্য়াস, আর কোনও আলোচনাতেই যাননি তাঁরা। কারণ সোহিনীর মতে, সুস্মিতা সকলের নজর কাড়ার জন্য়ই এ সব করেছেন। স্বামীর সঙ্গে তাঁর কোনও সম্পর্কই নেই এক বছর হল। তাঁর যে কোনও মহিলা বন্ধুকেই নাকি সুস্মিতা সহ্য় করতে পারেন না।

advertisement

আরও পড়ুন: আমায় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সন্দীপন, সোহিনীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে: সুস্মিতা

সোহিনী জানালেন, সুস্মিতা নিজে সেই পোস্টে অদ্ভুত কিছু মন্তব্য় করেছেন, কিন্তু পরে সেগুলি মুছে দেন নিজেই। তবে তার আগেই নায়িকা মন্তব্য়গুলির ছবি তুলে রেখেছেন। যেখানে অন্য়ান্য় বন্ধুর সঙ্গে সুস্মিত খেতে যাওয়ার প্ল্য়ান বানাচ্ছেন বা সোহিনী-সন্দীপনের নম্বর অনলাইনে ফাঁস করে দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু পরে সে সব তিনি মুছে দিয়েছেন বলে জানালেন সোহিনী। তাঁর প্রশ্ন, ''যে এত মানসিক অবসাদে রয়েছে, সে আবার সকলের সঙ্গে ঠাট্টা করতে পারে সেই সময়েই?''

advertisement

নায়িকার কথায়, সোহিনী এবং সন্দীপনকে সকলের সামনে অপমান করার জন্য়ই সুস্মিতা এ কাজ করেছেন।

আরও পড়ুন: মডেলের স্বামীর সঙ্গে পরকীয়া, ফেসবুকে বিস্ফোরক অভিযোগ 'উড়ন তুবড়ি'র নায়িকার বিরুদ্ধে!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফেসবুকে সুস্মিতা লিখেছিলেন, 'আমার স্বামী সন্দীপন পারিয়াল পরকীয়া সম্পর্ক জড়িত বিখ্যাত 'উড়ন তুবড়ি' সোহিনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মেয়েটি বলে, তার নাকি প্রেমিক রয়েছে, তা হলে আমার স্বামীর সঙ্গে তার কী ধরনের সম্পর্ক? প্রেমিকের সঙ্গে না ঘুরে আমার স্বামীর সঙ্গে ডিনারে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, ঘুরছে। ওরা আমাকে আত্মহত্যা করতে বাধ্য করছে। হ্যাঁ, আমার মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে! এটা বলতে আমার লজ্জা করে না। এই ভাবে অনেকেই আত্মহত্যা করছে। যদি আমার সঙ্গে থাকতে না চাও, তবে সেটা বলে দাও! আমার ঠকাচ্ছ কেন? আর ফোন করলে কুকুরের মতো ব্যবহার করে।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sohini Banerjee: পুরুষ বন্ধুকে বাড়িতে ডাকা নিষিদ্ধ? সুস্মিতার 'কাণ্ড'-এ অবাক নন 'উড়ন তুবড়ি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল