আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে 'টাপা টিনি'র তালে একঝাঁক বিমানসেবিকার তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও...
উরফি জাভেদ। বলিউডে এই নাম এখন সকলের মুখে মুখে ঘোরে। ছোট পর্দায় অভিনয় করেছেন উরফি। এ ছাড়াও বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন তিনি। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উরফির পোশাক। প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা। কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা। তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উরফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়!
advertisement
উরফি প্রতিদিন এমন এমন কাজ করেন যে তা মুহূর্তে ভাইরাল হয়। সব কিছুর কেন্দ্র বিন্দুতে রয়েছে নায়িকার পোশাক। কয়েকদিন আগেই বিমানবন্দরে অর্ধনগ্ন উরফিকে দেখে টানাটানি শুরু করে দিয়েছিলেন মানুষ। এ বার ফের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে ক্যামেরায় মধ্যমা প্রদর্শন করতে দেখা গিয়েছে।