আরও পড়ুন Farha Khan| Abhishek Bachchan: ফারহা খানের কোলে বসে অভিষেক বচ্চন যা ঘটালেন...ছবি ভাইরাল
লম্বা প্যান্ট, ছোট খোলামেলা ব্লাউজ৷ এই ছিল উর্ফির পোশাক৷ এক হাতে মোবাইল, অন্য হাতে গোলাপ৷ এই নিয়ে চলছিল উর্ফির খেলা! একবার গোলাপ আগে নিয়ে, একবার গোলাপ পিছিয়ে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন তিনি৷ শেষে খেয়াল না করেই ছুড়ে দিতে চান গোলাপটা৷ কিন্তু একী! ভুল করে দামী মোবাইলটা ছুড়ে ফেলে দেন তিনি৷ আর তার উপর দিয়ে চলে যায় একটি বাইক!
advertisement
প্রায় পিষে দিয়ে যায় মোবাইলটা৷ তবে যতক্ষণে উর্ফির হোশ ফেরে ততক্ষণে সব শেষ! এক ভদ্রলোক আবার চিৎকার করতে থাকেন ফুট গয়া! অর্থাৎ ফেটে গিয়েছে মোবাইল! সেই ভিডিও আবার সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন উর্ফি৷
আরও পড়ুন Bengali Short Film: জন-ঐন্দ্রিলার জমাটি প্রেম! অন্য ভ্যালেন্টাইন-এ মজবেন সকলে
বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷ তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷ তাই তিনি আপাতত নেটমাধ্যমের নায়িকা৷