Farha Khan| Abhishek Bachchan: ফারহা খানের কোলে বসে অভিষেক বচ্চন যা ঘটালেন...ছবি ভাইরাল

Last Updated:

এক মাস পুরনো ছবি শেয়ার করে ফারাহ তার স্মৃতি তাজা করেছেন।

#মুম্বই: ফারাহ খান সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়৷ তিনি মাঝেমধ্যে বেশ মজাদার পোস্ট করেন৷ করণ জোহরের জন্মদিনের পার্টি থেকে এমন কিছু ছবি শেয়ার করেছেন ফারহা, যা এখনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়নি৷ করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে এমন কিছু ঘটে, যার জন্য ফারাহ খুব কষ্ট পান। যদিও সেই কথা তিনি খুব মজার মোড়কে তাঁর পোস্টে উল্লখ করেন৷
ফারাহ খান এবং অভিষেক বচ্চন দু’জনেই গত মাসে করণ জোহরের জন্মদিনের পার্টিতে আসেন৷ সেই জন্মদিনের পার্টিতে ফারহার কোলে বসে পড়েন অভিষেক বচ্চন!। জুনিয়র বচ্চন যখন ফারহার কোলে বসেন তখন কী হয়েছিল সেই কথা জানিয়েছেন বলিউডের বিশিষ্ট কোরিওগ্রাফার এবং পরিচালক৷ যা উল্লেখ করার পর রীতিমতো ভাইরাল হয়৷ এবং এতে জুনিয়ার বচ্চনও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷
advertisement
advertisement
এক মাস পুরনো ছবি শেয়ার করে ফারাহ তার স্মৃতি তাজা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ফারাহ খানের কোলে বসে আছেন অভিষেক বচ্চন। একই সময়ে, দ্বিতীয় ছবিতে, ফারাহ তার পায়ের একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা গিয়েছে যে তাঁর পা ফুলে গিয়েছে। এতটাই পা ফুলে গিয়েছিল তাঁর যে, ফারাহকে বালিশে পা রেখে বরফের শেক দিতে হয়েছিল৷ এই ছবি পোস্ট করে পুরো ঘটনাটি বলার চেষ্টা করেছেন ফারাহ খান।
advertisement
ছবিটি শেয়ার করে ফারাহ ক্যাপশনে লিখেছেন, 'অভিষেক বচ্চনের ভালোবাসা দেখানোর ভিন্ন উপায়, কিন্তু ফল হল অন্য কিছু। এটি করণের পার্টির ঘটনা। জুনিয়রকে ভালোবাসি অপেক্ষা কর আমি কখন তোমার কোলে বসবো।
ফারাহ খানের এই পোস্টে অভিষেক খুব হেসেছেন এবং তিনি লিখেছেন যে আমাকে দোষারোপ করবেন না, নিজের বয়স দেখুন৷ এতে আবার ফারহা প্রতি উত্তর করেছেন৷ তিনি লেখেন আমি এর বদলার অপেক্ষায় রয়েছি৷
advertisement
২৫ মে, করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টি ছিল৷ এই জন্মদিন উপলক্ষ্যে একটি জবরদস্ত পার্টি দেন করণ যেখানে বলিউডের হুজ হু-রা উপস্থিত ছিলেন৷ বেশ কয়েকদিন ধরে সেই পার্টির ছবি ও ভিডিও ভাইরাল হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farha Khan| Abhishek Bachchan: ফারহা খানের কোলে বসে অভিষেক বচ্চন যা ঘটালেন...ছবি ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement