তবে ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গান কিন্তু ভাইরাল। বলিউডের অভিনেতারাও এই গানে নাচছেন। এবার কাঁচা বাদাম (Urfi Javed Dances to Viral Kacha Badam Song) গানে নাচতে দেখা গেল উরফি জাভেদকে। বলিউডের ছোট পর্দার অন্যতম নায়িকা উরফি। তবে উরফিকে তাঁর অভিনয়ের থেকে ফ্যাশন স্টেটমেন্টের জন্য চেনেন বেশি মানুষ। কী করেন উরফি? আসলে এই নায়িকা নানা সময়ে মুম্বইয়ের বিভিন্ন পাবলিক প্লেসে প্রায় অর্ধনগ্ন পোশাকে চলে যান।
advertisement
এবার উরফিকে (Urfi Javed Dances to Viral Kacha Badam Song) দেখা গেল কাঁচা বাদাম গানে নাচতে। রাস্তার মাঝখানে প্রায় অর্ধনগ্ন উরফি। আর সেভাবেই কাঁচা বাদাম গানে নাচতে থাকেন। ডেনিমের সঙ্গে কালো রঙের একটি পিঠ কাটা টপ পরেছেন নায়িকা। যাতে প্রায় সর্বাঙ্গ দেখা যাচ্ছে। এভাবেই রাস্তার মাঝে নাচতে থাকেন তিনি। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উরফি লেখেন 'বাদাম বাদাম, কাঁচা বাদাম।" আর তারপরেই শুরু নায়িকাকে নিয়ে চর্চা। নেটিজেনরা নানা মন্তব্যে ভরাতে থাকেন।
আরও পড়ুন: বয়স উধাও ! ভারতী সিংয়ের জাদুতে বাচ্চা হয়ে গেলেন মিঠুন চক্রবর্তী ! ভাইরাল ভিডিও
এক নেটিজেন লেখেন, 'আপনার পোশাক সব সময় এমন অশ্লীল কেন?" আবার কেউ কেউ নাচের প্রশংসাও করেছেন। তবে অনেকেই উরফিকে তাঁর পোশাক নিয়ে সমালোচনা করেছেন (Urfi Javed Dances to Viral Kacha Badam Song)। তবে এই ধরণের কমেন্ট নতুন কিছু নয়। নানা সময় নানা জায়গায় উরফিকে এধরণের কথা শুনতে হয়। আসলে উরফি বিশ্বাস করেন নেগেটিভ পাবলিসিটিতে। তাই তাঁর সমালোচনাকেও তিনি পজিটিভ ভাবেই নেন। নিজের বুদ্ধিতে প্রায় সর্বাঙ্গ খোলা পোশাক বানিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। আর এই ভাবে তাঁকে দেখতে পেলেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। এবং রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি। এবার ভাইরাল হল উরফি জাভেদের কাঁচা বাদাম নাচ।
